Ajker Patrika

দেড় বছর পর খুলল দিল্লির স্কুল

দেড় বছর পর খুলল দিল্লির স্কুল

করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ সোমবার থেকে দিল্লির স্কুলগুলো খুলেছে। শ্রেণিকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাসিন্দা কায়নাত হাবিবি (১৪) দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে আনন্দিত। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারায় সকল শিক্ষার্থীর চোখে-মুখেই এদিন হাসি লেগে ছিল। তবে করোনার বিধিনিষেধ থাকায় করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকতে হয়েছে। সবাইকে মাস্ক পরে ক্লাস করতে হয়েছে। আজ সোমবার মালভিয়া নগর এলাকার স্কুলে এমন চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা অনলাইনে ক্লাস করার চেয়ে করোনা বিধি মেনে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করতে বেশি আগ্রহী। 

আল জাজিরাকে স্কুল শিক্ষার্থী কায়নাত হাবিবি বলেন, 'অনেকদিন ধরেই স্কুলে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দের।' 

দিল্লির স্কুলগুলো খুলেছেকায়নাত হাবিবি আরও বলেন, 'সশরীরে উপস্থিত হলে ক্লাসে বেশি মনোযোগী হওয়া যায়। অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা যায় না।' 

শাবরিন নামের আরেক শিক্ষার্থী জানায়, ইন্টারনেটের বেহাল অবস্থার কারণে অনেক সময়েই অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়। 

দিল্লি সরকারি স্কুলের গণিত ও বিজ্ঞানের শিক্ষক গারিমা শর্মা আল জাজিরাকে বলেন, 'করোনার সময় অনলাইনে ক্লাস করানো অনেক কঠিন ছিল। কেননা মুখে বলে গণিত বোঝানো যায় না। গণিত বোঝানোর জন্য লিখতে হয়। অনলাইন ক্লাসে আপনি বুঝতেও পারবেন না ক্লাস চলার সময় শিক্ষার্থীরা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে।' 

সশরীরে ক্লাস নিতে পেরে শিক্ষক গারিমা শর্মা আনন্দ প্রকাশ করেছেন। তবে তাঁর মধ্যে কিছুটা ভীতিও কাজ করছে।

এর আগে গত সপ্তাহে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (ডিডিএমএ) ঘোষণা দেয়, আগামী ১ নভেম্বর থেকে দিল্লির স্কুলগুলোর সব ক্লাস পুনরায় চালু হবে। তবে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। কোনো ক্লাসে উপস্থিতি ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। একই সঙ্গে বাবা-মা জোর করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন না। স্কুলগুলোকে তাদের সব কর্মীদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত