করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ সোমবার থেকে দিল্লির স্কুলগুলো খুলেছে। শ্রেণিকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাসিন্দা কায়নাত হাবিবি (১৪) দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে আনন্দিত। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারায় সকল শিক্ষার্থীর চোখে-মুখেই এদিন হাসি লেগে ছিল। তবে করোনার বিধিনিষেধ থাকায় করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকতে হয়েছে। সবাইকে মাস্ক পরে ক্লাস করতে হয়েছে। আজ সোমবার মালভিয়া নগর এলাকার স্কুলে এমন চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা অনলাইনে ক্লাস করার চেয়ে করোনা বিধি মেনে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করতে বেশি আগ্রহী।
আল জাজিরাকে স্কুল শিক্ষার্থী কায়নাত হাবিবি বলেন, 'অনেকদিন ধরেই স্কুলে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দের।'
কায়নাত হাবিবি আরও বলেন, 'সশরীরে উপস্থিত হলে ক্লাসে বেশি মনোযোগী হওয়া যায়। অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা যায় না।'
শাবরিন নামের আরেক শিক্ষার্থী জানায়, ইন্টারনেটের বেহাল অবস্থার কারণে অনেক সময়েই অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়।
দিল্লি সরকারি স্কুলের গণিত ও বিজ্ঞানের শিক্ষক গারিমা শর্মা আল জাজিরাকে বলেন, 'করোনার সময় অনলাইনে ক্লাস করানো অনেক কঠিন ছিল। কেননা মুখে বলে গণিত বোঝানো যায় না। গণিত বোঝানোর জন্য লিখতে হয়। অনলাইন ক্লাসে আপনি বুঝতেও পারবেন না ক্লাস চলার সময় শিক্ষার্থীরা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে।'
সশরীরে ক্লাস নিতে পেরে শিক্ষক গারিমা শর্মা আনন্দ প্রকাশ করেছেন। তবে তাঁর মধ্যে কিছুটা ভীতিও কাজ করছে।
এর আগে গত সপ্তাহে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (ডিডিএমএ) ঘোষণা দেয়, আগামী ১ নভেম্বর থেকে দিল্লির স্কুলগুলোর সব ক্লাস পুনরায় চালু হবে। তবে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। কোনো ক্লাসে উপস্থিতি ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। একই সঙ্গে বাবা-মা জোর করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন না। স্কুলগুলোকে তাদের সব কর্মীদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
করোনার ধকল কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ সোমবার থেকে দিল্লির স্কুলগুলো খুলেছে। শ্রেণিকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিশুরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাসিন্দা কায়নাত হাবিবি (১৪) দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে পেরে আনন্দিত। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাস করতে পারায় সকল শিক্ষার্থীর চোখে-মুখেই এদিন হাসি লেগে ছিল। তবে করোনার বিধিনিষেধ থাকায় করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকতে হয়েছে। সবাইকে মাস্ক পরে ক্লাস করতে হয়েছে। আজ সোমবার মালভিয়া নগর এলাকার স্কুলে এমন চিত্র দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে, তারা অনলাইনে ক্লাস করার চেয়ে করোনা বিধি মেনে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করতে বেশি আগ্রহী।
আল জাজিরাকে স্কুল শিক্ষার্থী কায়নাত হাবিবি বলেন, 'অনেকদিন ধরেই স্কুলে আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দের।'
কায়নাত হাবিবি আরও বলেন, 'সশরীরে উপস্থিত হলে ক্লাসে বেশি মনোযোগী হওয়া যায়। অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা যায় না।'
শাবরিন নামের আরেক শিক্ষার্থী জানায়, ইন্টারনেটের বেহাল অবস্থার কারণে অনেক সময়েই অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়।
দিল্লি সরকারি স্কুলের গণিত ও বিজ্ঞানের শিক্ষক গারিমা শর্মা আল জাজিরাকে বলেন, 'করোনার সময় অনলাইনে ক্লাস করানো অনেক কঠিন ছিল। কেননা মুখে বলে গণিত বোঝানো যায় না। গণিত বোঝানোর জন্য লিখতে হয়। অনলাইন ক্লাসে আপনি বুঝতেও পারবেন না ক্লাস চলার সময় শিক্ষার্থীরা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে।'
সশরীরে ক্লাস নিতে পেরে শিক্ষক গারিমা শর্মা আনন্দ প্রকাশ করেছেন। তবে তাঁর মধ্যে কিছুটা ভীতিও কাজ করছে।
এর আগে গত সপ্তাহে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (ডিডিএমএ) ঘোষণা দেয়, আগামী ১ নভেম্বর থেকে দিল্লির স্কুলগুলোর সব ক্লাস পুনরায় চালু হবে। তবে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। কোনো ক্লাসে উপস্থিতি ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। একই সঙ্গে বাবা-মা জোর করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারবেন না। স্কুলগুলোকে তাদের সব কর্মীদের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে গত বছরের মার্চে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। রাজধানীতে সংক্রমণ কিছুটা কমতে শুরু করায় পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ভারত ও চীনের একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে না দেখে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দিল্লি সফরে গিয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা কমাতে এ সফর করছেন তিনি।
২ ঘণ্টা আগেচলতি মাসে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫২ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর (এমওএনএসসিও) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। মনুসকোর তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর তার প্রশাসন অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে যেসব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে, তা শুধু নীতিগত পরিবেশকে নয়—আঘাত করেছে হাজারো...
৫ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে হোয়াইট হাউসে এসে রীতিমতো অপমানিত হয়েছিলেন। পোশাক, কথাবার্তা, আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ধমক খেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে