Ajker Patrika

কলকাতায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২৩: ১৬
কলকাতায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে ঘটনার পেছনে যৌনকর্মীর সঙ্গে লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জন সম্পর্কে ভাই। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক নারী পার্ক স্ট্রিট থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। সে রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল শেখ, মোহাম্মদ কাউসার চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল আলী মিজান। তাঁরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য এসেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কলকাতা পুলিশের সেন্ট্রাল এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, হোটেলটির ম্যানেজারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার নিউ মার্কেটের ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার তিন জনের হোটেলে জমা দেওয়া নথিপত্রও পরীক্ষা করছে পুলিশ। সেই নারীরও মেডিকেল টেস্ট করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।

রূপেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী একজন যৌনকর্মী। টাকা নিয়ে গোলমালের জেরেই তিনি থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, ভারতীয় নারীকে বাংলাদেশি নাগরিকেরা ধর্ষণ করেছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার জেরে যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত