Ajker Patrika

পাকিস্তানের জয় উদ্‌যাপন করায় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা 

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ০৩
পাকিস্তানের জয় উদ্‌যাপন করায় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা 

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদ্‌যাপন করায় স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলার গাঞ্জ থানায় গতকাল শনিবার এই মামলা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  মামলাটি করেছেন উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরের বাসিন্দা ঈশান মিয়া। তাঁর অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর তাঁর স্ত্রী রাবিয়া শামসি এবং রাবিয়ার মা-বাবা পটকা ফাটিয়ে ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে উদ্‌যাপন করেছেন।

মামলায় বলা হয়, বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রী আলাদা থাকেন। স্ত্রী রাবিয়া তাঁর মা-বাবার কাছে থাকেন। স্ত্রী রাবিয়াও এর আগে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছিলেন।

এই প্রসঙ্গে রামপুরের পুলিশ সুপার অঙ্কিত মিত্তল বলেছেন, `ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উপহাস করা হয়েছে বলে খবর পেয়েছি। এই মর্মেই এফআইআর হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত