Ajker Patrika

ভারতের করোনা পরিস্থিতি: ৪ হাজারের নিচে নামল মৃত্যু

ভারতের করোনা পরিস্থিতি: ৪ হাজারের নিচে নামল মৃত্যু

ঢাকা: করোনায় বিপর্যস্ত ভারত। পরপর কয়েক দিন দেশটিতে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন। আর মারা গেছেন ৩ হাজার ৭৪১ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই।

করোনার মধ্যেই ভারতে আতঙ্ক ছাড়াচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রয়েছে ওষুধের সংকটও। এমন পরিস্থিতিতে ভারতের প্রতিটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় ১৬ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৭২ জন মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৮১৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত