Ajker Patrika

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে খুলে নেওয়া হলো পৈতা, ক্ষুব্ধ ব্রাহ্মণ সমাজ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৫, ১৯: ৫৫
গত ২০ এপ্রিল পার্থ রাও নামের কর্ণাটকের এক শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তাঁর পৈতা খুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ছবি: এক্স
গত ২০ এপ্রিল পার্থ রাও নামের কর্ণাটকের এক শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তাঁর পৈতা খুলে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ছবি: এক্স

ভারতের কর্ণাটকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে এক শিক্ষার্থীর পৈতা বা উপবীত (যজ্ঞোপবীত) খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর বিক্ষোভে ফুঁসে উঠেছে কর্ণাটকের ব্রাহ্মণ সম্প্রদায়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার কর্ণাটকের কালাবুরাগিতে জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে একজন শিক্ষার্থীর পৈতা খুলে ফেলতে বলা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়। স্থানীয় ব্রাহ্মণ সমাজের সদস্যরা ওই পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। তাঁদের অভিযোগ জোর করে পবিত্র পৈতা খুলে ফেলে তাঁদের ধর্মের অবমাননা করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেন্ট মেরিস স্কুল নামের একটি পরীক্ষাকেন্দ্রে শ্রীপদ পাতিল নামের এক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের আগে তাঁর পৈতা খুলে ফেলতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভের সূত্রপাত হয়।

এর প্রতিবাদে ব্রাহ্মণ সম্প্রদায়ের অসংখ্য সদস্য ঘটনাস্থলে সমবেত হয়ে স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিকে আগাত করা ও সরকারি নির্দেশিকা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ আনেন। বার্তা সংস্থা এএনআই এই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা তাঁদের পৈতা প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এই ঘটনার পর রাজ্য সরকার জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য একটি নির্দেশনাও জারি করেছে। তবে বিক্ষোভকারীদের দাবি, আজ সরকারি নির্দেশিকা সত্ত্বেও বেশ কয়েকজন ব্রাহ্মণ পরীক্ষার্থীকে পৈতা খুলতে বলা হয় এবং কেন্দ্রে প্রবেশের আগে অনেকের পৈতা কেটে দেওয়া হয়।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ এপ্রিল কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) চলাকালীনও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে ব্রাহ্মণ পরীক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, আজ থেকে ভারতে মেডিকেল স্নাতক কোর্সে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা শুরু হয়েছে। দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এই পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের লাখ লাখ শিক্ষার্থীর এমবিবিএস, বিডিএস ও অন্যান্য স্নাতক মেডিকেল প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে।

গত বছর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকায় এ বছর এনটিএ কঠোর নিরাপত্তার মাধ্যমে এই পরীক্ষার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের পৈতা খুলে নেওয়া হচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত