কলকাতা প্রতিনিধি
আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।
আদিবাসী সম্প্রদায়ের প্রথম নারী হিসাবে ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জঙ্গল ও জলাশয় রক্ষায় গুরুত্ব আরোপ করলেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব সাঁওতাল পরিবার থেকে উঠে আসা ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি শোনালেন জল ও জঙ্গলের প্রতি আদিবাসী সমাজের গভীর ভালোবাসার কথা। সেই সঙ্গে তিনি ‘সবকা প্রয়াস’ এবং ‘সবকা কর্তব্য’-এর কথাও স্মরণ করিয়ে দেন। ভারতের নতুন রাষ্ট্রপতির মতে, তাঁর নির্বাচন ভারতের গরিব অংশের মানুষকে বড় হতে অনুপ্রেরণা দেবে।
সোমবার প্রথামাফিক ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন ৬৪ বছরের দ্রৌপদী। তাঁকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে তাঁর বিদায়ী ভাষণে আগেই দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন সদ্য অবসর প্রাপ্ত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন তাঁর উত্তরসূরি দ্রৌপদী মুর্মুর বক্তৃতাতেও প্রকৃতিকে ভালোবাসার কথা শোনা গেল। রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণেই তিনি ভারতের আত্মনির্ভরতার পাশাপাশি টেকসই উন্নয়নের কথা বলেন। সাঁওতাল পরিবারের এই নারী করণিকের চাকরি দিয়ে জীবন শুরু করলেও এক সময় শিক্ষকতাও করেছেন। পরে রাজনীতিতে যোগদান। বিজেপির হয়ে কাউন্সিলর ও বিধায়কও নির্বাচিত হয়েছেন। ছিলেন ওডিশার প্রতিমন্ত্রী। পরে রাজ্যপাল হয়েছেন। এখন ভারতের প্রথম নাগরিক। তাঁর এই দীর্ঘ যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। অকালে হারিয়েছেন দুই পুত্র সন্তান এবং স্বামীকে। তারপরও ভেঙে পড়েননি তিনি। নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন দ্রৌপদী।
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নেন তিনি। তারপর প্রথামাফিক সর্বোচ্চ সামরিক অভিবাদন জানানো হয় তাঁকে। ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শের কথা মাথায় রেখে সকলের কল্যাণে কাজ করার শপথ নেন দ্রৌপদী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে