Ajker Patrika

করোনার টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি প্যারালাইজড রোগীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ৪০
করোনার টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি প্যারালাইজড রোগীর

করোনাভাইরাসের টিকা দেওয়ার পর সুস্থ হওয়ার দাবি করেছেন একজন প্যারালাইজড রোগী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুস্থ হওয়া ওই ব্যক্তির নাম দুলারচাঁদ মুণ্ডা। ৫৫ বছর বয়সী এই ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের সালগাইধ গ্রামের বাসিন্দা। 

দুলারচাঁদ মুণ্ডার আত্মীয়রা জানান, চার বছর আগে একটি দুর্ঘটনায় দুলারচাঁদ প্যারালাইজড হন। এরপর থেকে হাঁটাচলা ও কথা বলতে পারতেন না তিনি।

দুলারচাঁদ মুণ্ডা জানান, গত ৪ জানুয়ারি কোভিশিল্ডের করোনার টিকা নিয়েছেন তিনি। এর পরদিন থেকেই তিনি হাঁটাচলা ও কথা বলতে পারছেন।

সুস্থ হওয়ার বিষয়ে দুলারচাঁদ গতকাল শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘টিকা নিতে পেরে আনন্দিত। ৪ জানুয়ারি টিকা নেওয়ার পর আমি আমার পা নাড়াতে পারছি। 

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এটি একটি গবেষণার বিষয়।

ঝাড়খণ্ডের বোকারো জেলার ডা. জিতেন্দ্র কুমার এ ঘটনায় বিস্মিত হয়েছেন। এ ঘটনা বিশ্লেষণের জন্য একটি মেডিকেল টিম গঠনের দাবি জানিয়েছেন তিনি।

ডা. জিতেন্দ্র কুমার বলেন, এটা দেখে অবাক। তবে এটি বিজ্ঞানীদের দ্বারা নিশ্চিত করা দরকার।

ঝাড়খণ্ডের পেটারওয়ার হেলথ সেন্টারের কর্মকর্তা আলবেল কেরকেতা বলেন, দুলারচাঁদ মুণ্ডার অসুস্থতা এবং তাঁর সুস্থতা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করবেন, তখন সঠিক তথ্য ও উত্তর পাওয়া যাবে।

সালগাইধ গ্রামের শিক্ষক রাজু মুণ্ডা বলেন, অবাক করার মতো ঘটনা এটি। প্যারালাইজড হওয়ার পর দুলারচাঁদ প্রায় চার লাখ রুপি ব্যয় করে চিকিৎসা করিয়েছিলেন সেরে ওঠার জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। একটি ভ্যাকসিন কীভাবে তাঁকে সারিয়ে তুলল?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত