Ajker Patrika

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, ২ শিশুসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক
মঙ্গলবার কলকাতার মেছুয়ায় একটি হোটেলে আগুন। ছবি: আনন্দবাজার
মঙ্গলবার কলকাতার মেছুয়ায় একটি হোটেলে আগুন। ছবি: আনন্দবাজার

ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। ওই ব্যক্তির নাম আনন্দ পাসোয়ান। আগুন থেকে বাঁচতে তিনি বহুতল ওই ভবনটি থেকে ঝাঁপ দেন, তবে ঠিক কততলা থেকে ঝাঁপ দিয়েছেন তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির সংযোগকারী একটি সরু রাস্তায় আবাসিক হোটেলটির অবস্থান। হোটেলটির ৪৭টি কক্ষের সবকটিতেই মানুষ ছিল। আগুনের চেয়ে ধোঁয়াই পরিস্থিতি আরও জটিল করে তোলে। পুলিশের ভাষ্যমতে—হোটেলের প্রতিটি কক্ষ একেকটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। যেকারণে ফায়ার সার্ভিসের কর্মীরাও ভেতরে ঢুকতে পারছিল না। পরে, জানালা ভেঙে মই দিয়ে অনেককে জীবিত উদ্ধার করা হয়। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। কারণ জানতে এরই মধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (নগরপাল) মনোজ বার্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত