Ajker Patrika

করোনায় মারা গেলেন শঙ্খ ঘোষের স্ত্রীও

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২: ৫৯
করোনায় মারা গেলেন শঙ্খ ঘোষের স্ত্রীও

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ মারা যাওয়ার আট দিনের মাথায় মৃত্যু হলো তার স্ত্রী প্রতিমা ঘোষেরও। করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টায় তাঁর মৃত্যু হয়।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবার সূত্রে জানা যায়, শঙ্খ ঘোষের মৃত্যুর পর গত কয়েকদিনে প্রতিমা ঘোষের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, তাঁকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। ফলে শঙ্খ ঘোষের মতো তারও বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু তিনিও না ফেরার দেশে চলে যান।

দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন প্রতিমা ঘোষ। বিদ্যাসাগর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। লিখেছেন একাধিক বই।

গত ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কবি শঙ্খ ঘোষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত