সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেবেন মোদি। তবে এর আগেই তাঁকে চাপে ফেলার চেষ্টা করলেন সদ্য নির্বাচনে চাঙা হয়ে যাওয়া বিরোধী দলগুলোর নেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে রাহুল বলেন, এক্সিট পোলের মাধ্যমে দেশের ৫ কোটি বিনিয়োগকারীর ৩০ লাখ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারিগর কারা? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ?
৩০ লাখ কোটি টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তও দাবি করেন কংগ্রেস নেতা। এই কেলেঙ্কারিতে কারা লাভবান হয়েছে এবং কীভাবে হয়েছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদি ও অমিত শাহ এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে।’
অন্যদিকে একই সংবাদমাধ্যমের মোদি দাবি করেন, ৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজার চাঙা হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের এমন মন্তব্যকেই লক্ষ্যবস্তু করেন রাহুল গান্ধী। অভিযোগ করেন, এর মধ্যে দিয়ে বিজেপির শীর্ষ দুই নেতা দেশের ৫ কোটি বিনিয়োগকারীকে উসকে দিয়েছেন।
বিরোধী নেতাদের অভিযোগ, মোদি এবং অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দেওয়ার পর বুথ ফেরত জরিপে তাঁদের দল বিজেপির ভূমিধস বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়। এর ফলে রাতারাতি বিনিয়োগ ভারতীয়দের বিপুল অর্থ বিদেশি কয়েকটি সংস্থা ট্রেডিং করে লুটে নেয় বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের তথ্য অনুযায়ী, এভাবে প্রায় ৩০ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নেবেন মোদি। তবে এর আগেই তাঁকে চাপে ফেলার চেষ্টা করলেন সদ্য নির্বাচনে চাঙা হয়ে যাওয়া বিরোধী দলগুলোর নেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে রাহুল বলেন, এক্সিট পোলের মাধ্যমে দেশের ৫ কোটি বিনিয়োগকারীর ৩০ লাখ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারিগর কারা? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ?
৩০ লাখ কোটি টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তও দাবি করেন কংগ্রেস নেতা। এই কেলেঙ্কারিতে কারা লাভবান হয়েছে এবং কীভাবে হয়েছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদি ও অমিত শাহ এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে।’
অন্যদিকে একই সংবাদমাধ্যমের মোদি দাবি করেন, ৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজার চাঙা হয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের এমন মন্তব্যকেই লক্ষ্যবস্তু করেন রাহুল গান্ধী। অভিযোগ করেন, এর মধ্যে দিয়ে বিজেপির শীর্ষ দুই নেতা দেশের ৫ কোটি বিনিয়োগকারীকে উসকে দিয়েছেন।
বিরোধী নেতাদের অভিযোগ, মোদি এবং অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দেওয়ার পর বুথ ফেরত জরিপে তাঁদের দল বিজেপির ভূমিধস বিজয়ের ভবিষ্যদ্বাণী করা হয়। এর ফলে রাতারাতি বিনিয়োগ ভারতীয়দের বিপুল অর্থ বিদেশি কয়েকটি সংস্থা ট্রেডিং করে লুটে নেয় বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের তথ্য অনুযায়ী, এভাবে প্রায় ৩০ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে।
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২২ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
৩ ঘণ্টা আগে