Ajker Patrika

আগামী বছর রাজনীতি ছাড়বেন মোদি, উত্তরসূরি অমিত শাহ: কেজরিওয়াল 

আপডেট : ১২ মে ২০২৪, ১৪: ৫৫
আগামী বছর রাজনীতি ছাড়বেন মোদি, উত্তরসূরি অমিত শাহ: কেজরিওয়াল 

দিল্লির মুখ্যমন্ত্রী ও বিজেপিবিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার অন্যতম পরিচিত মুখ অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছর রাজনীতি থেকে অবসরে যাবেন এবং তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অমিত শাহ। এ কারণেই মোদি ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য ভোট চাইছেন। 

গতকাল শনিবার অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নিজ দল আম আদমি পার্টির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেজরিওয়াল বলেছেন, যেহেতু আগামী বছর মোদির বয়স ৭৫ পূর্ণ হবে, তাই তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন। 

কেজরিওয়াল বলেন, ‘এই লোকেরা (বিজেপি নেতারা) ইন্ডিয়া জোটকে তাদের প্রধানমন্ত্রী কে হবেন—সে বিষয়ে জিজ্ঞাসা করে। এখন আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি, ভবিষ্যতে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদিজির বয়স ৭৫ বছর হবে। তিনি (মোদি) নিজেই নিয়ম করেছিলেন যে, ৭৫ বছর বয়সী লোকেরা (রাজনীতি থেকে) অবসরে যাবেন। এ কারণে তাঁরা এল কে আদভানি, মুরলি মনোহর যোশী ও সুমিত্রা মহাজনকে রাজনীতি থেকে অবসরে যেতে বাধ্য করেছেন।’ 

এ সময় দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মোদি আগামী বছর অবসরে যাবেন। তাই তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে ভোট চাইছেন।’ এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘অমিত শাহ কি মোদির প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে পারবেন?’ 

আম আদমি পার্টি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেজরিওয়াল আরও বলেন, বিজেপি যদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়, তাহলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেসহ সমস্ত বিরোধী নেতাকে জেলে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট চলমান লোকসভা নির্বাচনে প্রচারণার অনুমতি দিয়ে কথিত দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সাত দফার নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণের এক দিন পর আগামী ২ জুন তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত