অস্ট্রেলিয়ায় চার বছর আগে এক তরুণী হত্যা মামলার পলাতক আসামি এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ৩৮ বছর বয়সী রাজবিন্দর সিংকে ধরতে কুইন্সল্যান্ড পুলিশ এযাবৎকালের সর্বোচ্চ ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।
তোয়াহ কর্ডিংলে (২৪) নামে ওই তরুণীকে ২০১৮ সালে হত্যা করা হয়। কর্ডিংলের কুকুর ‘তাঁকে দেখে ঘেউ ঘেউ’ করেছিল বলে পুলিশের বরাত ভারতীয় গণমাধ্যমগুলো বলছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত রাজবিন্দর সিং পাঞ্জাবের বাটার কালানের বাসিন্দা। শুক্রবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে দিল্লির আদালতে হাজির করে ৩০ নভেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতের আবেদন করা হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার রাজবিন্দর সিং সহকারী নার্স হিসেবে এবং হত্যার শিকার তোয়াহ কর্ডিংলে ফার্মেসি কর্মী হিসেবে কুইন্সল্যান্ডে কর্মরত ছিলেন। কর্ডিংলেকে হত্যার দুই দিন পরই রাজবিন্দর স্ত্রী ও তিন সন্তানকে রেখে ভারতে পালান। কর্ডিংলেকে সর্বশেষ নিজের কুকুরকে নিয়ে ওয়াঙ্গেটি সৈকতে হাঁটতে দেখা গেছে। এরপরই তিনি হত্যার শিকার হন।
অস্ট্রেলিয়ান সরকার ২০২১ সালের মার্চে রাজবিন্দর সিংকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানায়। চলতি বছরের নভেম্বরে আবেদনটি অনুমোদিত হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজবিন্দর সিংয়ের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড কর্নার নোটিশ’ জারি করেছিল।
তদন্তকারীদের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ওই যুবতীকে খুনের কথা স্বীকার করছেন রাজবিন্দর সিং। খুনের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ান যুবতী তোয়াহ কর্ডিংলের কুকুর তাঁকে দেখে ঘেউ ঘেউ করেছিল। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এর জেরেই কর্ডিংলেকে খুন করেন তিনি। খুনের পর কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেটি সমুদ্রসৈকতের বালুতে মরদেহ পুঁতে রাখা হয়।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস।
কর্ডিংলের মা ভেনেসা গার্ডিনা বলেন, ‘আমার মেয়ে সুন্দর, আধ্যাত্মিক ছিল।’
ভেনেসা গার্ডিনা বলেন, ‘আমার মেয়ের জীবন খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেল। যখন আমি দেখি আমার মেয়ের বন্ধুরা স্বামী ও সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি আমার মেয়েকে মিস করি এবং ভাবি আমার মেয়েটা কত কিছু থেকেই বঞ্চিত হচ্ছে।’
উল্লেখ্য, কর্ডিংলে ২০১৮ সালের ২১ নভেম্বর নিখোঁজ হন। পরদিনই ওয়াঙ্গেটি সমুদ্রসৈকত থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
অস্ট্রেলিয়ায় চার বছর আগে এক তরুণী হত্যা মামলার পলাতক আসামি এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ৩৮ বছর বয়সী রাজবিন্দর সিংকে ধরতে কুইন্সল্যান্ড পুলিশ এযাবৎকালের সর্বোচ্চ ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।
তোয়াহ কর্ডিংলে (২৪) নামে ওই তরুণীকে ২০১৮ সালে হত্যা করা হয়। কর্ডিংলের কুকুর ‘তাঁকে দেখে ঘেউ ঘেউ’ করেছিল বলে পুলিশের বরাত ভারতীয় গণমাধ্যমগুলো বলছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত রাজবিন্দর সিং পাঞ্জাবের বাটার কালানের বাসিন্দা। শুক্রবার দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে দিল্লির আদালতে হাজির করে ৩০ নভেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতের আবেদন করা হয়।
এতে বলা হয়, গ্রেপ্তার রাজবিন্দর সিং সহকারী নার্স হিসেবে এবং হত্যার শিকার তোয়াহ কর্ডিংলে ফার্মেসি কর্মী হিসেবে কুইন্সল্যান্ডে কর্মরত ছিলেন। কর্ডিংলেকে হত্যার দুই দিন পরই রাজবিন্দর স্ত্রী ও তিন সন্তানকে রেখে ভারতে পালান। কর্ডিংলেকে সর্বশেষ নিজের কুকুরকে নিয়ে ওয়াঙ্গেটি সৈকতে হাঁটতে দেখা গেছে। এরপরই তিনি হত্যার শিকার হন।
অস্ট্রেলিয়ান সরকার ২০২১ সালের মার্চে রাজবিন্দর সিংকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানায়। চলতি বছরের নভেম্বরে আবেদনটি অনুমোদিত হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজবিন্দর সিংয়ের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড কর্নার নোটিশ’ জারি করেছিল।
তদন্তকারীদের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ওই যুবতীকে খুনের কথা স্বীকার করছেন রাজবিন্দর সিং। খুনের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ান যুবতী তোয়াহ কর্ডিংলের কুকুর তাঁকে দেখে ঘেউ ঘেউ করেছিল। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এর জেরেই কর্ডিংলেকে খুন করেন তিনি। খুনের পর কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেটি সমুদ্রসৈকতের বালুতে মরদেহ পুঁতে রাখা হয়।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস।
কর্ডিংলের মা ভেনেসা গার্ডিনা বলেন, ‘আমার মেয়ে সুন্দর, আধ্যাত্মিক ছিল।’
ভেনেসা গার্ডিনা বলেন, ‘আমার মেয়ের জীবন খুব তাড়াতাড়িই শেষ হয়ে গেল। যখন আমি দেখি আমার মেয়ের বন্ধুরা স্বামী ও সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আমি আমার মেয়েকে মিস করি এবং ভাবি আমার মেয়েটা কত কিছু থেকেই বঞ্চিত হচ্ছে।’
উল্লেখ্য, কর্ডিংলে ২০১৮ সালের ২১ নভেম্বর নিখোঁজ হন। পরদিনই ওয়াঙ্গেটি সমুদ্রসৈকত থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৪ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৫ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৫ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৬ ঘণ্টা আগে