সরবরাহ বিলম্বিত হওয়ায় সেরাম ইনস্টিটিউটকে আইনি নোটিশ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকিসন উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেশ কয়েকটি দেশ এ ভ্যাকসিনের সরবরাহে সেরামের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা পূরণের আগে রপ্তানিতে বাধা দিয়ে আসছে।
দেশকে প্রাধান্য দিয়ে তবেই বিদেশে টিকা পাঠানোর পরিকল্পনা করেছে সেরামও। এ নিয়েই গতকাল বুধবার নোটিশ পাঠায় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেরামের প্রধান আদর পুনেওয়ালা বলেছেন, ‘ভারত সরকার এই আইনি নোটিশের বিষয়ে বিস্তারিত জানে। এটি গোপন একটি নোটিশ, এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে সরকারের সাহায্যে আইনি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই অন্য দেশে সরবরাহে দেরি হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
পুনেওয়ালা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিশ্বের এই ভ্যাকসিন প্রয়োজন। তবে আমরা ভারতের চাহিদাকে প্রধান্য দিচ্ছি। আমরা কিন্তু ভারতের চাহিদাই পূরণ করতে পারছি না। প্রত্যেকটি ভারতীয়র এই ভ্যাকসিন প্রয়োজন।
সেরামের প্রধান জানিয়েছেন, প্রতি মাসে ৬ থেকে ৬ কোটি ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করতে পারে সেরাম। এখন পর্যন্ত কোম্পানিটি ১০ কোটি টিকা ভারতকে সরবরাহ করেছে। আর ৬ কোটি ডোজ বিদেশে রপ্তানি করেছে। ।
সেরামের পক্ষ থেকে বলা হচ্ছে , জুনের মধ্যে উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদের আরও ৩ হাজার কোটি রুপি প্রয়োজন।
এদিকে মজুদ থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে অভিযোগ জানিয়েছে ভারতের বেশ কিছু রাজ্য। গতকাল বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, তার রাজ্যে ভ্যাকসিন প্রয়োগে ঘাটতি তৈরি হতে পারে।
সরবরাহ বিলম্বিত হওয়ায় সেরাম ইনস্টিটিউটকে আইনি নোটিশ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকিসন উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেশ কয়েকটি দেশ এ ভ্যাকসিনের সরবরাহে সেরামের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা পূরণের আগে রপ্তানিতে বাধা দিয়ে আসছে।
দেশকে প্রাধান্য দিয়ে তবেই বিদেশে টিকা পাঠানোর পরিকল্পনা করেছে সেরামও। এ নিয়েই গতকাল বুধবার নোটিশ পাঠায় বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেরামের প্রধান আদর পুনেওয়ালা বলেছেন, ‘ভারত সরকার এই আইনি নোটিশের বিষয়ে বিস্তারিত জানে। এটি গোপন একটি নোটিশ, এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে সরকারের সাহায্যে আইনি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কারণেই অন্য দেশে সরবরাহে দেরি হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
পুনেওয়ালা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, বিশ্বের এই ভ্যাকসিন প্রয়োজন। তবে আমরা ভারতের চাহিদাকে প্রধান্য দিচ্ছি। আমরা কিন্তু ভারতের চাহিদাই পূরণ করতে পারছি না। প্রত্যেকটি ভারতীয়র এই ভ্যাকসিন প্রয়োজন।
সেরামের প্রধান জানিয়েছেন, প্রতি মাসে ৬ থেকে ৬ কোটি ৫০ লাখ ভ্যাকসিন তৈরি করতে পারে সেরাম। এখন পর্যন্ত কোম্পানিটি ১০ কোটি টিকা ভারতকে সরবরাহ করেছে। আর ৬ কোটি ডোজ বিদেশে রপ্তানি করেছে। ।
সেরামের পক্ষ থেকে বলা হচ্ছে , জুনের মধ্যে উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদের আরও ৩ হাজার কোটি রুপি প্রয়োজন।
এদিকে মজুদ থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে অভিযোগ জানিয়েছে ভারতের বেশ কিছু রাজ্য। গতকাল বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, তার রাজ্যে ভ্যাকসিন প্রয়োগে ঘাটতি তৈরি হতে পারে।
আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় ডজনেরও বেশি হুতি সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে তারা। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
১৯ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন।
৩০ মিনিট আগেওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১১ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১২ ঘণ্টা আগে