Ajker Patrika

ভারতের মহারাষ্ট্রে বাস উল্টে খাদে, নিহত ১২ 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩: ০৮
ভারতের মহারাষ্ট্রে বাস উল্টে খাদে, নিহত ১২ 

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-পুনে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শনিবার ভোরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, বাসটি একটি সংগীত দলের সদস্যদের নিয়ে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল। তাঁরা পুনের চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুম্বাইয়ের গোর গাঁও ফিরছিলেন। পথে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বাসটি শিংরোবা মন্দিরের কাছে একটি খাদে পড়ে যায়। 

রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে বলেছেন, ‘আহত ও নিহতরা মুম্বাইয়ের সাইন ও গোরগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার অতুল জেন্দে জানিয়েছেন, মৃত ও আহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাঁকে

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

হতাশায় শেষ হচ্ছে ইলিশের মৌসুম, আসছে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত