Ajker Patrika

ভারতে কোভিডে মৃত্যু ৫ লাখ ছাড়াল

ভারতে কোভিডে মৃত্যু ৫ লাখ ছাড়াল

ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেল। আজ শুক্রবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা যাচ্ছে। তবে উপাত্ত বিশ্লেষকেরা বলছেন, জরিপে ত্রুটি থাকছে এবং বহু মৃত্যুর হিসাব অজানা থেকে যাচ্ছে। গত বছর এমন ত্রুটির বিষয় ধরা পড়েছিল। তাছাড়া লাখ লাখ ভারতীয় কোভিড ঝুঁকিপূর্ণের তালিকায় আছেন। যেখানে স্বাস্থ্য ব্যবস্থা একসঙ্গে বিপুল রোগী সামাল দেওয়ার মতো যথেষ্ট নয়। 

সরকারি তথ্য অনুসারে, করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের বিধ্বংসী প্রাদুর্ভাবের পরে বিশ্বব্যাপী মৃত্যুর চতুর্থ-সর্বোচ্চ সংখ্যার দেশ ভারত ২০২১ সালের জুলাইয়ের মধ্যে ৪ লাখের রেকর্ড করেছে। কেউ কেউ মনে করেন পরিসংখ্যানটি আরও অনেক বেশি। 

আহমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক চিন্ময় তুম্বে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনটি ভিন্ন ডেটাবেস ব্যবহার করে ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত ভারতে কোভিডে ৩০ লাখ মৃত্যুর একটা আশঙ্কার কথা বলা হয়েছিল।’ চিন্ময় গবেষণা প্রতিবেদনটির সহ-লেখক ছিলেন। 

গত মাসে ভারত সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গবেষণাটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে বলেছিল, জন্ম ও মৃত্যু রিপোর্টিংয়ের একটি শক্তিশালী ব্যবস্থা সরকারের রয়েছে। 

ভারতের রাজ্যগুলো তাদের জেলা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে কোভিডে মৃত্যুর রেকর্ড করেছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি রাজ্য মৃত্যুর সংখ্যা হালনাগাদ করেছে। তাতে একলাফে সংখ্যা অনেক বেড়েছে। কিছু শীর্ষ আদালতের চাপের মধ্যে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃপক্ষ বলেছে, বিলম্বিত নিবন্ধন এবং অন্যান্য প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। 

ভারত বর্তমানে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণের তৃতীয় ঢেউয়ে রয়েছে। কিছু শীর্ষ বিশেষজ্ঞের মতে, এরই মধ্যে গোষ্ঠী সংক্রমণে প্রবেশ করেছে ভারত। যদিও কেন্দ্র সরকারের কর্মকর্তারা বলছেন, সংক্রমণের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু। 

সরকারি পরিসংখ্যান অনুসারে, ভারতের কোভিড সংক্রমণের মোট সংখ্যা ৪ কোটি ১০ লাখ ৯৫ হাজারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের পরে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত