ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)।
চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন।
এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক।
নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।
এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’
ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি।
অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা।
গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।
ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)।
চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন।
এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক।
নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন।
ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন।
এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’
ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি।
অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা।
গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৩ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
১৬ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২০ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে