Ajker Patrika

ভারতের শীর্ষ দাতা শিব নাদার, দৈনিক দান প্রায় ৬ কোটি রুপি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২১: ৪২
ভারতের শীর্ষ দাতা শিব নাদার, দৈনিক দান প্রায় ৬ কোটি রুপি

ভারতের শীর্ষ দানশীল ব্যক্তি শিব নাদার। বহুজাতিক তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা এইচসিএলের সহপ্রতিষ্ঠাতা তিনি। ২০২৩ অর্থবছরে প্রায় ২ হাজার ৪২ কোটি রুপি (২ হাজার ৭১৩ কোটি টাকা) দান করেছেন। সে হিসাবে তিনি দৈনিক দান করেছেন প্রায় ৫ দশমিক ৬ কোটি রুপি (৭ দশমিক ৪ কোটি টাকা)। 

চলতি বছরের বার্ষিক এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি তালিকায় শীর্ষে উঠে এসেছেন নাদার। তিনি মূলত শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক খাতে দান করেন। 

এ বছরের সেরা দানশীল ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ২৪ জন। সেরা দশে শিব নাদার ছাড়াও রয়েছেন আজিম প্রেমজি, নন্দন নিলেকানি, রোহিনি নিলেকানি, নিথিন ও নিখিল কামাথ, সুব্রত বাগচী ও সুস্মিতা এবং এএম নায়েক। 

নাদারের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন আজিম প্রেমজি। তিনি বহুজাতিক তথ্যপ্রযুক্তিবিষয়ক পরামর্শক সংস্থা উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০২৩ অর্থবছরে তিনি ১ হাজার ৭৭৪ কোটি রুপি (২ হাজার ৩৬০ কোটি টাকা) দান করেছেন। 

ভারতের শীর্ষস্থানীয় দানশীল ব্যক্তিদের মধ্যে সাতজনই নারী। এই নারীদের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিনি নিলেকানি ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা রোহিনি নিলেকানি। ২০২৩ অর্থবছরে ১৭০ কোটি রুপি দান করে সেরা দশ দানশীল ব্যক্তি এবং যাঁরা ব্যক্তিগত সম্পদ থেকে দান করে তাঁদের তালিকাতেও তিনি স্থান করে নিয়েছেন। 

এডেলগিভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাগমা মুল্লা আমেরিকার ব্যবসায়িক সাময়িকী ফোর্বসকে বলেন, ‘নারী দাতারা সাধারণত নীরবেই থাকেন। রোহিনি তাঁদের জন্য বিশাল এক রোল মডেল। একসময় দাতাদের তালিকায় শুধু তিনিই থাকতেন। এখন এ তালিকায় সাতজন নারীর নাম রয়েছে।’ 

ভারতীয় বহুজাতিক প্রকৌশল সংস্থা থারম্যাক্সের প্রতিষ্ঠাতা অনু আগা ও তাঁর পরিবার ২৩ কোটি রুপি দান করেছে। একইভাবে দান করেছেন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএসভির প্রতিষ্ঠাতা লিনা গান্ধী তিওয়ারি। 

অনলাইন স্টক বাণিজ্য প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিথিন ও নিখিল কামাথ মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে কাজ করে এমন সব সংস্থাকে ১১০ কোটি রুপি দান করেছেন। চলতি বছর নিজের অর্ধেক সম্পদ দান করার অঙ্গীকার করেছেন নিখিল কামাথ। তিনি এ তালিকার কনিষ্ঠ দাতা। 

গতকাল বৃহস্পতিবার এডেলগিভ হুরুন ইন্ডিয়া ফিলানথ্রপি লিস্ট ২০২৩ প্রকাশ করে। এ প্রতিষ্ঠানটি দাতব্য, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন গোষ্ঠীর উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ভারতের বিভিন্ন পরিবার ও ব্যক্তির তালিকা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত