প্রতিনিধি, কলকাতা
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। গণটিকা প্রয়োগ চললেও মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে টিকার সঙ্কট।
আজ সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একদিনে করোনা আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে ভারতে। ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে। আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৭১৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা। কোথাও বহিরাগতদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও বা জারি হয়েছে নৈশ কারফিউ। লকডাউন নিয়েও চিন্তাভাবনা চলছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ১৩০ কোটির দেশ ভারতের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দিল্লি, মুম্বাইসহ একাধিক বড় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক।
শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে এ শহরে। এখানে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৫০।
কলকাতা শহরেই ১ লাখ ৪১ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। মৃতের সংখ্যা মোট ৩ হাজার ১৫৩। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৯ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। ১০ জনের মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছে ২৩ হাজার ৯৮১।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে কোভিডে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯। ভারতের এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ লাখ ০১ হাজার ৪৫৭।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে গতকালই শুরু হয়েছে টিকা উৎসব। ব্যাপকভাবে টিকাপ্রয়োগই এই উৎসবের লক্ষ্য। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান কম রয়েছে বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছে।
ভারতে প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে যেকোনও নাগরিককেই টিকা দেওয়া হচ্ছে। সরকারি সংস্থায় বিনাখরচে টিকা দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ২৫০ রুপির বিনিময়ে চলছে টিকাদান।
ভারতে এখন পর্যন্ত ৮৮ লাখ ৮৫ হাজার ৯৬১ জন অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। শতাংশের হিসাবে এর হার ৬ দশমিক ৫। দুটি ডোজ নিয়েছেন মাত্র ০ দশমিক ৯ শতাংশ ভারতীয়।
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। গণটিকা প্রয়োগ চললেও মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে টিকার সঙ্কট।
আজ সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একদিনে করোনা আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে ভারতে। ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে। আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৭১৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা। কোথাও বহিরাগতদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও বা জারি হয়েছে নৈশ কারফিউ। লকডাউন নিয়েও চিন্তাভাবনা চলছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ১৩০ কোটির দেশ ভারতের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দিল্লি, মুম্বাইসহ একাধিক বড় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক।
শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে এ শহরে। এখানে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৫০।
কলকাতা শহরেই ১ লাখ ৪১ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। মৃতের সংখ্যা মোট ৩ হাজার ১৫৩। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৯ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। ১০ জনের মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছে ২৩ হাজার ৯৮১।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে কোভিডে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯। ভারতের এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ লাখ ০১ হাজার ৪৫৭।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে গতকালই শুরু হয়েছে টিকা উৎসব। ব্যাপকভাবে টিকাপ্রয়োগই এই উৎসবের লক্ষ্য। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান কম রয়েছে বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছে।
ভারতে প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে যেকোনও নাগরিককেই টিকা দেওয়া হচ্ছে। সরকারি সংস্থায় বিনাখরচে টিকা দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ২৫০ রুপির বিনিময়ে চলছে টিকাদান।
ভারতে এখন পর্যন্ত ৮৮ লাখ ৮৫ হাজার ৯৬১ জন অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। শতাংশের হিসাবে এর হার ৬ দশমিক ৫। দুটি ডোজ নিয়েছেন মাত্র ০ দশমিক ৯ শতাংশ ভারতীয়।
ইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
২২ মিনিট আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
১ ঘণ্টা আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
১ ঘণ্টা আগেবিক্ষোভকারীদের অভিযোগ, মাইক্রোসফটের এজেডইউআরই সফটওয়্যার ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ মাইক্রোসফটের এজেডইউআরই সিস্টেমে ফিলিস্তিনিদের ফোনকলের রেকর্ড সংরক্ষণ করছে
৩ ঘণ্টা আগে