প্রতিনিধি, কলকাতা
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। গণটিকা প্রয়োগ চললেও মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে টিকার সঙ্কট।
আজ সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একদিনে করোনা আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে ভারতে। ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে। আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৭১৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা। কোথাও বহিরাগতদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও বা জারি হয়েছে নৈশ কারফিউ। লকডাউন নিয়েও চিন্তাভাবনা চলছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ১৩০ কোটির দেশ ভারতের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দিল্লি, মুম্বাইসহ একাধিক বড় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক।
শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে এ শহরে। এখানে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৫০।
কলকাতা শহরেই ১ লাখ ৪১ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। মৃতের সংখ্যা মোট ৩ হাজার ১৫৩। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৯ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। ১০ জনের মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছে ২৩ হাজার ৯৮১।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে কোভিডে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯। ভারতের এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ লাখ ০১ হাজার ৪৫৭।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে গতকালই শুরু হয়েছে টিকা উৎসব। ব্যাপকভাবে টিকাপ্রয়োগই এই উৎসবের লক্ষ্য। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান কম রয়েছে বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছে।
ভারতে প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে যেকোনও নাগরিককেই টিকা দেওয়া হচ্ছে। সরকারি সংস্থায় বিনাখরচে টিকা দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ২৫০ রুপির বিনিময়ে চলছে টিকাদান।
ভারতে এখন পর্যন্ত ৮৮ লাখ ৮৫ হাজার ৯৬১ জন অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। শতাংশের হিসাবে এর হার ৬ দশমিক ৫। দুটি ডোজ নিয়েছেন মাত্র ০ দশমিক ৯ শতাংশ ভারতীয়।
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। গণটিকা প্রয়োগ চললেও মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে দেখা দিয়েছে টিকার সঙ্কট।
আজ সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, একদিনে করোনা আক্রান্তে নতুন রেকর্ড হয়েছে ভারতে। ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছে। আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৮৭৯। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৭১৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
পরিস্থিতি বেগতিক দেখে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা। কোথাও বহিরাগতদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও বা জারি হয়েছে নৈশ কারফিউ। লকডাউন নিয়েও চিন্তাভাবনা চলছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ১৩০ কোটির দেশ ভারতের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দিল্লি, মুম্বাইসহ একাধিক বড় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক।
শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে এ শহরে। এখানে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৫০।
কলকাতা শহরেই ১ লাখ ৪১ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত। মৃতের সংখ্যা মোট ৩ হাজার ১৫৩। সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৯ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৮ জন। ১০ জনের মৃত্যু হয়েছে এই সময়ের মধ্যে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছে ২৩ হাজার ৯৮১।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে কোভিডে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২০৯। ভারতের এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ লাখ ০১ হাজার ৪৫৭।
কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে গতকালই শুরু হয়েছে টিকা উৎসব। ব্যাপকভাবে টিকাপ্রয়োগই এই উৎসবের লক্ষ্য। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান কম রয়েছে বলে বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠছে।
ভারতে প্রথমে ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হয়। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের উর্ধ্বে যেকোনও নাগরিককেই টিকা দেওয়া হচ্ছে। সরকারি সংস্থায় বিনাখরচে টিকা দেওয়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে ২৫০ রুপির বিনিময়ে চলছে টিকাদান।
ভারতে এখন পর্যন্ত ৮৮ লাখ ৮৫ হাজার ৯৬১ জন অন্তত একটি ডোজ টিকা নিয়েছেন। শতাংশের হিসাবে এর হার ৬ দশমিক ৫। দুটি ডোজ নিয়েছেন মাত্র ০ দশমিক ৯ শতাংশ ভারতীয়।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৪ ঘণ্টা আগে