বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের আকাশ। স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগলে এই ধোঁয়ার সৃষ্টি হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ব্রহ্মপুরম বর্জ্য প্ল্যান্টে আগুন লাগে। কয়েক দিন ধরে বর্জ্য প্ল্যান্টের আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বর্জ্য প্ল্যান্টটি প্রতিদিন টন টন বর্জ্য প্রক্রিয়াজাত করে।
ঝুঁকি বিবেচনায় এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার রাজ্য সরকার জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শিগগির তা নিভে যাবে।
ভারতে প্রায়ই বড় বড় ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে বর্জ্য থেকে সৃষ্ট মিথেনের কারণে আগুন লাগে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। একজন দমকল কর্মী ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, প্লাস্টিকের স্তর বর্জ্যের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে। আগুনের ধোঁয়ার কারণে অনেক দমকল কর্মীর মধ্যে বমি বমি ভাব এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গেছে। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর বেশ কয়েকজন কর্মীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে শহরটির পুলিশ আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় কর্তৃপক্ষকে ১ কোটি ৮০ লাখ রুপি জরিমানা করেছে।
বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের আকাশ। স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে আগুন লাগলে এই ধোঁয়ার সৃষ্টি হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহে ব্রহ্মপুরম বর্জ্য প্ল্যান্টে আগুন লাগে। কয়েক দিন ধরে বর্জ্য প্ল্যান্টের আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বর্জ্য প্ল্যান্টটি প্রতিদিন টন টন বর্জ্য প্রক্রিয়াজাত করে।
ঝুঁকি বিবেচনায় এলাকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশুদের স্কুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার রাজ্য সরকার জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং শিগগির তা নিভে যাবে।
ভারতে প্রায়ই বড় বড় ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে বর্জ্য থেকে সৃষ্ট মিথেনের কারণে আগুন লাগে। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয়। একজন দমকল কর্মী ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেন, প্লাস্টিকের স্তর বর্জ্যের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে। আগুনের ধোঁয়ার কারণে অনেক দমকল কর্মীর মধ্যে বমি বমি ভাব এবং মাথা ঘোরার লক্ষণ দেখা গেছে। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে দমকল বাহিনীর বেশ কয়েকজন কর্মীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে শহরটির পুলিশ আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের কারণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় কর্তৃপক্ষকে ১ কোটি ৮০ লাখ রুপি জরিমানা করেছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১১ ঘণ্টা আগে