Ajker Patrika

দাবদাহ: পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থাকছে না

দাবদাহ: পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থাকছে না

দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। তীব্র গরমে অস্বস্তি চারদিকে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা গাউন পরার হাত থেকে রেহাই চেয়ে যে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের ছুটি শেষে আগামী জুনে আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে ছাড় দেওয়া হবে।’ 

এর আগে করোনা পরিস্থিতির সময় এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিল যে, আইনজীবীদের গাউন পরার প্রয়োজন নেই। পরে করোনার প্রকোপ কমে আসায় আইনজীবীদের গাউন পরে আসতে বলা হয়। 

এদিকে বাংলাদেশেও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে গরমে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত