Ajker Patrika

উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৭

উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণ,  তিন শিশুসহ নিহত ৭

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে দুটি ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের গোন্ডা জেলার একটি বাড়িতে রাতের রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ওই বাড়ি এবং এর পাশে লাগোয়া আরেকটি বাড়ি ধসে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। ততক্ষণে বিস্ফোরণের ফলে ধসে পড়েছে বাড়ির ছাদ। এ ঘটনায় এখনো পর্যন্ত ৭ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ১৫ জন। তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোন্ডা জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র জানিয়েছেন, ‘বাড়ির ছাদ ধসে পড়ার পর তার নিচে অনেকে চাপা পড়েন। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন শিশু ও ২ জন নারী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত