Ajker Patrika

স্পেনে ভয়াবহ দাবানল, বাস্তুচ্যুত প্রায় ২ হাজার মানুষ

স্পেনে ভয়াবহ দাবানল, বাস্তুচ্যুত প্রায় ২ হাজার মানুষ

স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়। 

আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত