রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে রাশিয়া। আইনের প্রতিবাদে বিবিসি রাশিয়ায় তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। একই পথে হাটল ব্লুমবার্গ নিউজ। রাশিয়ায় এবার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করল তারা। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ নিউজ বলেছে, রাশিয়ার অভ্যন্তরে তার সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করছে।
ব্লুমবার্গ এডিটর-ইন-চিফ জন মিকলেথওয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘এ আইন যে কোনো স্বাধীন রিপোর্টারকে সম্পূর্ণভাবে অপরাধীতে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি দেশের অভ্যন্তরে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করবে।’
এর আগে এই আইনের প্রতিবাদে বিবিসি তার সাংবাদিকদের কাজ বন্ধ করে দিয়েছে। তবে রাশিয়ান ভাষায় বিবিসি সংবাদ এখনো দেশের বাইরে থেকে করা হবে।
বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই আইন স্বাধীন সাংবাদিকতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে।’
ক্রেমলিন ইউক্রেনে সংঘাতকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করার পরিবর্তে যুদ্ধ বলায় আপত্তি জানায়। রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে প্রবেশাধিকার আগেই সীমাবদ্ধ ছিল।
এ ছাড়া ডয়চে ভেলে, মেডুজা, রেডিও লিবার্টিও তাদের পরিষেবা সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ।
রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস করেছিল রাশিয়ার সংসদ। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিলে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।
রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে রাশিয়া। আইনের প্রতিবাদে বিবিসি রাশিয়ায় তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। একই পথে হাটল ব্লুমবার্গ নিউজ। রাশিয়ায় এবার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করল তারা। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ নিউজ বলেছে, রাশিয়ার অভ্যন্তরে তার সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করছে।
ব্লুমবার্গ এডিটর-ইন-চিফ জন মিকলেথওয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘এ আইন যে কোনো স্বাধীন রিপোর্টারকে সম্পূর্ণভাবে অপরাধীতে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি দেশের অভ্যন্তরে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করবে।’
এর আগে এই আইনের প্রতিবাদে বিবিসি তার সাংবাদিকদের কাজ বন্ধ করে দিয়েছে। তবে রাশিয়ান ভাষায় বিবিসি সংবাদ এখনো দেশের বাইরে থেকে করা হবে।
বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই আইন স্বাধীন সাংবাদিকতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে।’
ক্রেমলিন ইউক্রেনে সংঘাতকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করার পরিবর্তে যুদ্ধ বলায় আপত্তি জানায়। রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে প্রবেশাধিকার আগেই সীমাবদ্ধ ছিল।
এ ছাড়া ডয়চে ভেলে, মেডুজা, রেডিও লিবার্টিও তাদের পরিষেবা সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ।
রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস করেছিল রাশিয়ার সংসদ। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিলে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী...
২ ঘণ্টা আগেপুরোপুরি দখলে নিতে গাজা নগরীতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। আজ বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনাদের মধ্যে অধিকাংশই সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
৪ ঘণ্টা আগে