Ajker Patrika

রাশিয়ায় এবার ব্লুমবার্গ নিউজ তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করল

আপডেট : ০৫ মার্চ ২০২২, ১০: ১৭
রাশিয়ায় এবার ব্লুমবার্গ নিউজ তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করল

রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করেছে রাশিয়া। আইনের প্রতিবাদে বিবিসি  রাশিয়ায় তাদের সাংবাদিকদের কাজ স্থগিত করেছে। একই পথে হাটল ব্লুমবার্গ নিউজ। রাশিয়ায় এবার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করল তারা। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ব্লুমবার্গ নিউজ বলেছে, রাশিয়ার অভ্যন্তরে তার সাংবাদিকদের কাজ সাময়িকভাবে স্থগিত করছে।

ব্লুমবার্গ এডিটর-ইন-চিফ জন মিকলেথওয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘এ আইন যে কোনো স্বাধীন রিপোর্টারকে সম্পূর্ণভাবে অপরাধীতে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে, এটি দেশের অভ্যন্তরে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করবে।’

এর আগে এই আইনের প্রতিবাদে বিবিসি তার সাংবাদিকদের কাজ বন্ধ করে দিয়েছে। তবে রাশিয়ান ভাষায় বিবিসি সংবাদ এখনো দেশের বাইরে থেকে করা হবে।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেছেন, ‘এই আইন স্বাধীন সাংবাদিকতার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে হচ্ছে।’ 

ক্রেমলিন ইউক্রেনে সংঘাতকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করার পরিবর্তে যুদ্ধ বলায় আপত্তি জানায়। রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে প্রবেশাধিকার আগেই সীমাবদ্ধ ছিল।

এ ছাড়া ডয়চে ভেলে, মেডুজা, রেডিও লিবার্টিও তাদের পরিষেবা সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএ। 

রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস করেছিল রাশিয়ার সংসদ। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিলে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত