Ajker Patrika

ভাঙা কাচে কান্নার সুর, ক্ষত মেটাতে ইউক্রেনীয়দের ভরসা জাতীয় সংগীত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৬
ভাঙা কাচে কান্নার সুর, ক্ষত মেটাতে ইউক্রেনীয়দের ভরসা জাতীয় সংগীত

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। দেশটির বিভিন্ন শহরে হামলা শুরু করেছে রুশ সেনারা। রুশ বাহিনীর আর্টিলারি ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে একদিকে যেমন বাড়ছে ইউক্রেনীয়দের হতাহতের সংখ্যা, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘরও। এরই মধ্যে দেশ বাঁচাতে গিয়ে ইউক্রেনের বেশ কয়েকজনের আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমনই হৃদয়গ্রাহী আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বোমাবিধ্বস্ত বাড়ি পরিষ্কার করার সময় কান্নাজড়িত কণ্ঠে জাতীয় সংগীত গাইছেন একজন ইউক্রেনীয় নারী।  

ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন নারী কান্নাজড়িত কণ্ঠে জাতীয় সংগীত গাইছেন এবং তাঁর বিধ্বস্ত হওয়া বাড়ি পরিষ্কার করছেন। একটি মিসাইলের আঘাতে ওই নারীর বাড়ি বিধ্বস্ত হয়। 

গত রাতে একজন ইউক্রেনীয় কূটনীতিকের শেয়ার করা অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, কেউ একজন ট্রাম্পেটের মাধ্যমে ইউক্রেনের জাতীয় সংগীত বাজাচ্ছে। ভিডিওটি শেষ হওয়ার পর আশপাশের লোকজন ‘ইউক্রেনের জয়’ হোক বলে চিৎকার করে।

অস্ট্রিয়ার ইউক্রেন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্ডার শেরবা টুইটে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কিয়েভের এলাকাটি শত্রুদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ, কেউ একজন ট্রাম্পেটে ইউক্রেনীয় সংগীত বাজাচ্ছে।  

কিয়েভে চার দিক দিয়ে হামলা শুরু করেছে রাশিয়া।  রাশিয়া শান্তি আলোচনার আহ্বান জানালেও ইউক্রেন তা প্রত্যাখ্যান করেছে। 

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনীয় সেনাদের কঠোর প্রতিরোধের কারণে রাশিয়ার বাহিনী ধীরগতিতে এগোচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত