Ajker Patrika

জার্মানিতে অভ্যুত্থান চক্রান্তের অভিযোগে গ্রেপ্তার ২৫

জার্মানিতে অভ্যুত্থান চক্রান্তের অভিযোগে গ্রেপ্তার ২৫

জার্মানিতে অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে সরকার পতনের চক্রান্তের অভিযোগে ২৫ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জার্মানির ফেডারেল কৌঁসুলির কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফেডারেল কৌঁসুলির কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রায় ৩ হাজার পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় গত বুধবার ‘তথাকথিত রাইখ সিটিজেনস (রাইখসবার্গার) আন্দোলনের’ অনুসারীদের বিরুদ্ধে জার্মানিজুড়ে ১৩০টি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

কৌঁসুলিরা জানিয়েছেন, রাইখসবার্গার আন্দোলনের সদস্যরা ছোট ছোট সশস্ত্র দল নিয়ে সহিংস উপায়ে জার্মান পার্লামেন্টে প্রবেশের জন্য দৃঢ়ভাবে প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২ জন জার্মান নাগরিক এবং তাদের সঙ্গে ‘সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা’ রয়েছে বলে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য ৩ জন রাশিয়ার নাগরিক। তাঁরাও ওই আন্দোলনকে সমর্থন করতেন বলে অভিযোগ রয়েছে। 

তবে রাশিয়ার নাগরিকেরা এমন আন্দোলনে জড়িত রয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘এটি জার্মানির অভ্যন্তরীণ সমস্যা বলে মনে হচ্ছে এবং এখানে রাশিয়ার পক্ষ থেকে হস্তক্ষেপের প্রশ্নই উঠতে পারে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত