Ajker Patrika

বিমান দুর্ঘটনায় রোমানিয়ান ধনকুবেরসহ ৮ জন নিহত

বিমান দুর্ঘটনায় রোমানিয়ান ধনকুবেরসহ ৮ জন নিহত

ইতালির মিলান শহরের কাছে একটি বিমান দুর্ঘটনায় রোমানিয়ার ধনকুবের ড্যান পেড্রেস্কু (৬৮) সহ আট জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে পেড্রেস্কুর স্ত্রী ও ছেলেও রয়েছেন। গতকাল রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ইতালির স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ইতালির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেড্রেস্কু (৬৮) রোমানিয়ার অন্যতম একজন ধনী। তিনি নিজেই বিমানটি পরিচালনা করছিলেন। বিমানটি মিলানের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত স্যান ডোনাতো নামক জায়গায় একটি খালি ভবনে আছড়ে পড়ে। এতে তাঁর ৬৫ বছর বয়স্ক স্ত্রী, ছেলে ড্যান স্টেফানো (৩০) এবং এক শিশুসহ মোট আটজন মারা যান। এ সময় বিমান আছড়ে পড়ার কারণে ওই ভবনে আগুন ধরে যায়। এ ছাড়া রাস্তায় থাকা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিলানের বিমান নিরাপত্তা সংস্থার তথ্যমতে, বিমানটি মিলানের লিনেত বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। এ বিষয়ে তাঁরা একটি তদন্ত কমিটিও গঠন করেছেন।

উল্লখ্য, পেড্রেস্কু রোমানিয়ার একটি ভবন নির্মাতা প্রতিষ্ঠান এবং একটি হাইপারমার্কেট ও শপিংমলের মালিক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব

বাসররাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

‘ইউএস ব্র্যান্ড এখন টয়লেটে’—ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে জেক সুলিভানের ক্ষোভ

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত