Ajker Patrika

পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করলেন বরিস জনসন

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩: ৪০
পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করলেন বরিস জনসন

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য যেকোনো আলোচনা ব্যর্থ হবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা করেছেন তিনি। ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বরিস জনসন সাংবাদিকদের এমনটি বলেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিকদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনা সম্ভবত ব্যর্থ হবে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করা ‘কুমিরের সঙ্গে দর-কষাকষির মতো’।

জনসন বলেন, ‘কীভাবে আপনি একটি কুমিরের সঙ্গে সমঝোতা করবেন, যখন আপনার একটি পা ইতিমধ্যে তার মুখে ঢুকে গেছে!’ 

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা ফোনালাপ করবেন। গত ২৯ মার্চের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামনাসামনি কোনো শান্তি আলোচনা হয়নি।

গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্ব সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত