Ajker Patrika

পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত শেষ, ১২৬ জনকে জরিমানা

পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত শেষ, ১২৬ জনকে জরিমানা

সমাপ্ত হয়েছ বহুল আলোচিত পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজন কোভিড আইন ভঙ্গ করে পার্টি করায় তাদের বিরুদ্ধে তদন্তে নামে লন্ডন পুলিশ। তদন্ত শেষে মোট ১২৬ জন দোষী বলে সিদ্ধান্তে পৌঁছান কর্মকর্তারা। এই ১২৬ জনকে বিভিন্ন মাত্রায় জরিমানা করার সুপারিশ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লন্ডন পুলিশ জানিয়েছে, ২০২০ সালের মে থেকে শুরু করে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন তারিখে অনুষ্ঠিত হওয়া আইন ভঙ্গ করে ৮টি পার্টির অভিযোগে মোট ১২৬ জনকে দোষী পাওয়া গেছে তদন্তে। এর মধ্যে ৫৩ জন পুরুষ ও ৭৩ জন নারী। লন্ডন পুলিশের কর্মকর্তারা আরও জানিয়েছেন, শিগগিরই দোষী প্রমাণিত হওয়াদের বিপক্ষে জরিমানা পরিশোধের নোটিশ পাঠানো হবে। 

লন্ডন পুলিশের কর্মকর্তা সুই গ্রের নেতৃত্বে চালানো একাধিক তদন্ত থেকে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন এখনো সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। 

আইন ভঙ্গ করে অনুষ্ঠিত হওয়া ‘পার্টিগেট’ নামে পরিচিত কেলেঙ্কারিটি বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বকেই হুমকির মুখে ফেলেছিল। 

পার্টিগেট কেলেঙ্কারির কারণে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে জরিমানা গুনেছেন বরিস জনসন। জনসনের মুখপাত্র জানিয়েছেন, জনসনকে নতুন করে আর কোনো জরিমানার মুখোমুখি হতে হবে না। তিনি এরই মধ্যে জরিমানা দিয়ে ফেলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত