ঢাকা:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন।
গত ২১ জুন দেশটির সুইডেনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটল। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় আজ সোমবার পর্যন্ত দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনকে পদত্যাগ করতে হতো অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন ডাকতে হতো।
এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে লোফভেন বলেন, `আমাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।'
লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে সুইডেনে আগাম নির্বাচন ডাকতে হবে।
আজ সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা লোফভেন বলেন, মহামারির মধ্যে আগাম নির্বাচন সুইডেনের জন্য সর্বোত্তম কিছু নয়।
নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনাকে ঘিরে সুইডেনের ক্ষমতাসীন সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। পরে গত ২১ জুন পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতার মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ জন।
সুইডেনের সোডারটারন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাস আইলট বলেন, লোফভেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, যদি তিনি মধ্য ও বামপন্থীদের সমর্থন পান।
ঢাকা:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন।
গত ২১ জুন দেশটির সুইডেনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটল। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় আজ সোমবার পর্যন্ত দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনকে পদত্যাগ করতে হতো অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন ডাকতে হতো।
এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে লোফভেন বলেন, `আমাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।'
লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে সুইডেনে আগাম নির্বাচন ডাকতে হবে।
আজ সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা লোফভেন বলেন, মহামারির মধ্যে আগাম নির্বাচন সুইডেনের জন্য সর্বোত্তম কিছু নয়।
নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনাকে ঘিরে সুইডেনের ক্ষমতাসীন সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। পরে গত ২১ জুন পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতার মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ জন।
সুইডেনের সোডারটারন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাস আইলট বলেন, লোফভেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, যদি তিনি মধ্য ও বামপন্থীদের সমর্থন পান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
২ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৬ ঘণ্টা আগে