Ajker Patrika

অনাস্থা ভোটে হারার পর পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ জুন ২০২১, ২০: ১০
অনাস্থা ভোটে হারার পর পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

ঢাকা:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন।

গত ২১ জুন দেশটির সুইডেনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটল। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় আজ সোমবার পর্যন্ত দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনকে পদত্যাগ করতে হতো অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন ডাকতে হতো।

এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে লোফভেন বলেন, `আমাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।'

লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে সুইডেনে আগাম নির্বাচন ডাকতে হবে।

আজ সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা লোফভেন বলেন, মহামারির মধ্যে আগাম নির্বাচন সুইডেনের জন্য সর্বোত্তম কিছু নয়।

নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনাকে ঘিরে সুইডেনের ক্ষমতাসীন সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। পরে গত ২১ জুন পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতার মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ জন।

সুইডেনের সোডারটারন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাস আইলট বলেন, লোফভেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, যদি তিনি মধ্য ও বামপন্থীদের সমর্থন পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত