Ajker Patrika

রাশিয়াকে সমর্থন করায় বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ দক্ষিণ কোরিয়ার

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ২০
রাশিয়াকে সমর্থন করায় বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ দক্ষিণ কোরিয়ার

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের একাদশ দিনে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের খবর পাওয়া গেল। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনে বেলারুশ সমর্থন করায় দেশটির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেলারুশের ওপরে নিষেধাজ্ঞা আরোপবিষয়ক একটি বিবৃতি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সরকার বেলারুশের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। কারণ ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করছে বেলারুশ। 

এর আগে ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সমর্থন করায় বেলারুশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিনস্কের ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য হচ্ছে ইইউতে বেলারুশের পণ্য রপ্তানি বন্ধ করা। 

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত বেশ কিছু দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, কানাডা, চেক প্রজাতন্ত্র, তাইওয়ান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত