Ajker Patrika

কিয়েভ যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

কিয়েভ যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনে রুশ আক্রমণে ৬০ তম দিনে যুদ্ধবিধ্বস্ত কিয়েভ সফরের যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই মন্ত্রী। ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র প্রদানসহ অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফর করবেন তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের বিষয়টি ঘোষণা করেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের পর দেশটিতে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

যদিও এই সফরের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেট ডিপার্টমেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকার করেছে। 

এদিকে, খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা সকলেই নিশ্চিত যে আমরা কোনো বাহিনী কিংবা শয়তানদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হব না।’ 

শনিবার এক সংবাদ জেলেনস্কি সম্মেলনে বলেছিলেন, কিয়েভ সফরকালে মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় ইউক্রেনের জন্য প্রয়োজনীয় শক্তিশালী ও ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে কথা বলবেন। যেগুলো ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ব্যবহার করা হবে। 

এদিকে, ইউক্রেন যুদ্ধ নিরসনে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে দেশ দুটি সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই সফরে তিনি রাশিয়া ও ইউক্রেন যাওয়ার আগে তুরস্ক ভ্রমণ করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত