Ajker Patrika

হামাসকে অর্থ দেয় ইসরায়েল: ইইউ

এএফপি, মাদ্রিদ
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১: ২০
হামাসকে অর্থ দেয় ইসরায়েল: ইইউ

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে উৎখাতে এই যুদ্ধ শুরু করেছে তারা। তবে সেই হামাসকে নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, হামাসকে তৈরি করেছে ইসরায়েল। তাদের অর্থায়নও করছে দেশটি।  

স্পেনের ইউনিভার্সিটি অব ভালাদোলিদে এ নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এই বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিগ্রি দিচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েই বোমা ফাটালেন বোরেল। এমন সময়ে তিনি এই মন্তব্য করলেন, যখন গাজার পাশাপাশি সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে হামলায় ইরানের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

স্পেনে অনুষ্ঠানে বোরেল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেখানে শান্তি আনতে দ্বিরাষ্ট্রিক সমাধানের বিষয়টি অবশ্যই চাপিয়ে দিতে হবে। আমরা জোর দিয়েই বলছি, তবে ইসরায়েল এই সমাধান পুনরায় প্রত্যাখ্যান করেছে। এই প্রক্রিয়া ঠেকিয়ে দেওয়ার জন্য তারা অনেক দূর এগিয়ে গেছে। এই হামাসকে তারা তৈরি করেছে।’

বোরেল আরও বলেন, হামাসকে ইসরায়েল সরকার অর্থায়ন করে থাকে, যাতে ফিলিস্তিনে ফাতাহ দুর্বল হয়।

গাজার বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও স্পেনের ওই বিশ্ববিদ্যালয়ে কথা বলেন বোরেল। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা যদি শক্তভাবে এটা না থামাই, তবে ঘৃণা আরও বাড়বে এবং সহিংসতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। আরও মানুষ মারা পড়বে।’ গাজা থেকে এখন ঘৃণা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী শক্তি সংগঠন হিসেবে গড়ে উঠেছিল ফাতাহ। আশি ও নব্বইয়ের দশকে ফাতাহর নমনীয়তার সুযোগে রাজনৈতিক বিভাজন দেখা দেয়। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় হামাস। এই ভোটে বিশাল জয় পায় তারা। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা। আর এসব হামলার জেরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। 

ইরানের গোয়েন্দাপ্রধান নিহত
এদিকে গাজা ছাড়াও সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সিরিয়াবিষয়ক গোয়েন্দাপ্রধানসহ চারজন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী মাজেহ এলাকায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে জানতে চাইলে বলা হয়, ‘বিদেশি গণমাধ্যমের খবরে কী এল, তা নিয়ে আমরা মন্তব্য করি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত