Ajker Patrika

তেলের উৎপাদন দৈনিক ৫ লাখ ব্যারেল কমাচ্ছে রাশিয়া, দাম বাড়ল বিশ্ববাজারে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ০৩
তেলের উৎপাদন দৈনিক ৫ লাখ ব্যারেল কমাচ্ছে রাশিয়া, দাম বাড়ল বিশ্ববাজারে

আগামী মার্চ থেকে দৈনিক ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। নতুন এই সিদ্ধান্তে রাশিয়ার তেল উৎপাদন কমে যাবে শতকরা ৫ শতাংশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এই ঘোষণার কথা জানান। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার পর এমন পদক্ষেপ নিল মস্কো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া থেকে উৎপাদন কমানোর খবরের পরপরই বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য। এক লাফে ব্যারেলপ্রতি ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

জ্বালানি তেল উৎপাদনের বিষয়ে ওপেক প্লাসের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে উপপ্রধানমন্ত্রী নোভাক জানিয়েছেন, ওপেক প্লাসের সদস্যদের সঙ্গে সেই অর্থে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই স্বেচ্ছায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার অংশ হিসেবে গত বছরের ৫ ডিসেম্বর রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-সেভেন জোট ও অস্ট্রেলিয়া। তেলের ওপর পশ্চিমাদের ওই মূল্যসীমা বেঁধে দেওয়ার প্রতিক্রিয়াতেই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে মস্কো। এর আগে পশ্চিমাদের বেঁধে দেওয়া দাম মেনে নেওয়া দেশ ও কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি না করার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত