Ajker Patrika

বিয়ের প্রথম দিনেই অস্ত্র হাতে নিলেন ইউক্রেনীয় দম্পতি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০০
বিয়ের প্রথম দিনেই অস্ত্র হাতে নিলেন ইউক্রেনীয় দম্পতি

ইউক্রেনের নাগরিক ইয়ারনা এরিয়েভা এবং সাভিয়াতটসলাব ফুরসিন বিয়ে করেন গত বৃহস্পতিবার। ওই দিনই ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইয়ারনা এরিয়েভা এবং সাভিয়াতটসলাব ফুরসিনের বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। কিন্তু, বিয়ের প্রথম দিনটি তাঁদের অতিবাহিত হয়েছে রাইফেল সংগ্রহ ও ইউক্রেনকে রক্ষার প্রস্তুতি নিতে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এরিয়েভা ও ফুরসিন উভয়ই টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি শাখা এবং বেশির ভাগ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত। অস্ত্র নিয়ে এই দম্পতি তাঁদের রাজনৈতিক দল ইউরোপীয় সলিডারিটি অফিসের দিকে রওনা হন। 

ইয়ারনা এরিয়েভা-সাভিয়াতটসলাব ফুরসিন দম্পতিকিয়েভ সিটি কাউন্সিলের ডেপুটি এরিয়েভা বিয়ে করেছেন সেন্ট মাইকেল গির্জায়। বিয়ের দিনের কথা জানাতে গিয়ে তিনি বলেন, খুব ভীতিকর পরিস্থিতি ছিল। তবে এটি আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল। 

এই দম্পতি বলেন, এই মুহূর্তে আমরা যা করতে পারি তা করছি। সুতরাং অনেক কাজ করতে হবে। কিন্তু তারপরেও আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। 

২০১৯ সালে কিয়েভে একটি আন্দোলনে ইয়ারনা এরিয়েভা এবং সাভিয়াতটসলাব ফুরসিনের পরিচয় হয়। 
 
 আজ শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০টিরও বেশি বিস্ফোরণ খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।

কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ ও জ্বলন্ত আগুন দেখা গেছে। 

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।  বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও কানাডায় থাকা পুতিন-লাভরভের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র পুতিন-লাভরভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত