Ajker Patrika

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে। 

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা। 

গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে। 

মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত