Ajker Patrika

রাশিয়াকে ‘পরমাণু সন্ত্রাসী’ বললেন জেলেনস্কি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ২৬
রাশিয়াকে ‘পরমাণু সন্ত্রাসী’ বললেন জেলেনস্কি

রাশিয়াকে পরমাণু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এক ভিডিওর মাধ্যমে জেলেনস্কি বলেন, রাশিয়া চেরনোবিল বিপর্যয়ের পুনরাবৃত্তি চায়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়নি। আমাদের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এমনকি মানবতার ইতিহাসেও প্রথম। সন্ত্রাসী দেশ রাশিয়া এখন পরমাণুসন্ত্রাস চালাচ্ছে।

এদিকে আজ ভোরে রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ ফেসবুক পোস্টে লিখেছেন, রুশ বাহিনীর হামলার কারণে এই বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার ভবন ও ব্লকগুলোতে শত্রুদের অবিরাম গোলাগুলিতে আগুন লেগেছে। 

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, তা বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। 

তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত