আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
আরও ৯ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার একটি আদালত তাঁকে এই দণ্ড দেয়। ফলে শিগগিরই মুক্তি মিলছে না রাশিয়ার সরকার বিরোধী এই রাজানীতিবিদের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়া ইউক্রেনে তাঁদের দাবিকৃত ‘বিশেষ অভিযান’ চালানোর ২৭ দিনের মাথায় নাভালনিকে এই দণ্ড দেওয়া হলো। এর ফলে আগামি দেড় বছর পর নাভালনির কারাবাসের মেয়াদ ফুরানোর কথা থাকলেও তাকে আরও আট বছর অতিরিক্ত কারাবাস করতে হবে। মস্কোর বাইরে পোকরভ শহরে এক কারাগারের ভেতরে বিচারের মুখোমুখি করা হয় নাভালনিকে।
রুশ আদালতের এই রায়ের পর নাভালনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন—‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করাই সবসময় আমাদের মূল লক্ষ্য ছিল।’
পোস্টে নাভালনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে রাশিয়ার নাগরিকদের তাঁর দেশের ‘যুদ্ধাপরাধীদের’ প্রতিহত করার আহ্বান জানান।
ওই মামলার বিচারকার্যের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিকের মতে—মামলার বিচারক মার্গারিতা কোতোভা বলেছেন, ‘নাভালনি একটি সংগঠিত গোষ্ঠীর সম্পত্তি চুরি করার বিষয়ে জালিয়াতি করেছেন।’
নাভালনির আইনজীবী ওলগা মিখাইলোভা এবং ভাদিম কোবজেভকে রায়ের পর কারাগারের বাইরে থাকা পুলিশ সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিল কিন্তু পরে তাঁদের মুক্তি দেওয়া হয়।
নাভালনির মামলার কৌসুলীরা বলেছেন—নতুন যে দণ্ড নাভালনিকে দেওয়া হলো তার অর্থ হলো, নাভালনিকে দেড় বছরের পরিবর্তে আরও আট বছর কারাগারে থাকতে হবে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ড্যানিশ ভোক্তারা কোকা-কোলা বয়কট করছেন।
২৮ মিনিট আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
১ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে