Ajker Patrika

তোষামোদ করে ন্যাটোপ্রধানের বার্তা ফাঁস করে দিলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ জুন ২০২৫, ২৩: ২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসে যাওয়ার পথে একটি বার্তার স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাটি পাঠিয়েছেন ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুটে।

এদিকে ন্যাটো কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, ট্রাম্প যে বার্তা পোস্ট করেছেন, তা সত্যিকারেরই, তবে এটি জনসমক্ষে এভাবে দেখিয়ে ফেলা হবে—এমন ধারণা কিংবা ইচ্ছাও ছিল না ন্যাটোপ্রধানের।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পকে প্রভাবিত করতে ওই বার্তায় প্রশংসা বা তোষামোদের কোনো কমতি রাখেননি রুটে। বার্তায় বেশ করেই রুটের এই আচরণ প্রকাশ পেয়েছে। বলা যায়, এতটা খোলাখুলি প্রশংসা সচরাচর দেখা যায় না।

রুটে তাঁর বার্তায় ট্রাম্পকে সম্বোধন করে লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড, ইরানে আপনার দৃঢ় পদক্ষেপ ছিল সত্যিই অসাধারণ—এমন কিছু, যা অন্য কেউ সাহস করেনি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি দ্য হেগে আরেকটি বড় সফলতার পথে উড়াল দিচ্ছেন।’

এখানে তিনি ইঙ্গিত করছেন, ন্যাটোর সদস্যদেশগুলো হয়তো আগামী এক দশকের মধ্যেই তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তার পেছনে খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সম্মত হবে।

রুটে বার্তায় যোগ করেন, ‘আপনি এমন একটি সাফল্য অর্জন করতে যাচ্ছেন, যা কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট পারেননি।’

বার্তার কিছু অংশে ‘নো’ এবং ‘বিগ’ শব্দ দুটি তিনি বড় হাতের অক্ষরেও লিখেছেন। সবশেষে তিনি লিখেছেন, ‘ইউরোপ বড় আকারে খরচ করবে, যেমনটা তাদের করা উচিত।’

সব মিলিয়ে বলা যায়, অনুকরণ তো প্রশংসার শ্রেষ্ঠ রূপ। আর রুটে সেই রীতিই যেন অনুসরণ করেছেন। তবে বিষয়টি নিয়ে সরাসরি তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক—সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত