Ajker Patrika

ইউক্রেনের জন্য ৭২ কোটি ডলারের তহবিল ঘোষণা বিশ্বব্যাংকের

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ৪২
ইউক্রেনের জন্য ৭২ কোটি ডলারের তহবিল ঘোষণা বিশ্বব্যাংকের

রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান বাবদ ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে সংস্থাটি। চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। 

বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের অর্থ জোগান দিচ্ছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া ও আইসল্যান্ড। আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে। 

এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো, যারা ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্যও অতিরিক্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্বব্যাংক।’ 

বিশ্বব্যাংক বলছে, এই তহবিল ইউক্রেনের সরকারকে কর্মকাণ্ড পরিচালনা করতে, বয়স্কদের জন্য পেনশন নিশ্চিত করতে, হাসপাতালের কর্মীদের বেতন প্রদান করতে এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে নিতে সহায়তা করবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক অনুমোদিত এই তহবিলের মধ্যে ৪৮৯ মিলিয়ন ডলার ঋণ ও ২৩৪ মিলিয়ন ডলার অনুদান। ঋণদাতাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেন। আর অনুদানদাতাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ও জাপান। যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ১৩৪ মিলিয়ন ডলার ও জাপান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে। 

উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত