সন্ত্রাসী সংগঠন হিসেবে ফিলিস্তিনির রাজনৈতিক গোষ্ঠী হামাসকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল একটি বিবৃতিতে, হামাসের উল্লেখযোগ্য সন্ত্রাসী ক্ষমতা রয়েছে। তাদের কাছে রয়েছে বিস্তৃত এবং অত্যাধুনিক অস্ত্র। সেই সঙ্গে সন্ত্রাসী প্রশিক্ষণের সুবিধাও রয়েছে হামাসের। এ জন্য আজকের আমি হামাসকে পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রীতি প্যাটেল জানান, ব্রিটেনে বসবাসরত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাজ্যে হামাসের প্রতি তাদের সমর্থন প্রচার করে, এই দলের পতাকা ওড়ায় কিংবা তাদের সমর্থনে সভা-সমিতির আয়োজন করে, সে ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য করা হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের পূর্ণ নাম ইসলামিক রেসিসট্যান্স মুভমেন্ট। সংগঠনটির রাজনৈতিক ও সামরিক-দুই শাখাই রয়েছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধান চায় না। এই গোষ্ঠী বিশ্বাস করে, সশস্ত্র সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে ফিলিস্তিনের জনগণের মুক্তি ও স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা।
এত দিন পর্যন্ত যুক্তরাজ্যে হামাসের সামরিক বাহিনী ইজ্জ আল দিন আল কাসাম ব্রিগেড নিষিদ্ধ ছিল। এবার পুরো গোষ্ঠীকেই নিষিদ্ধ ঘোষণা করল দেশটি।
এই সিদ্ধান্ত নিয়ে হামাসের রাজনৈতিক কর্মকর্তা স্বামী আবু জুহরি বলেন, ব্রিটেনের পদক্ষেপ ইসরায়েলি দখলদারির প্রতি সম্পূর্ণ পক্ষপাতিত্ব দেখিয়েছে। এটি ইসরায়েলি ব্ল্যাকমেল ও আদেশের কাছে বশ্যতা।
একটি আলাদা বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, সশস্ত্র প্রতিরোধ উপায়ে দখল প্রতিরোধ করা আন্তর্জাতিক আইন দ্বারা বর্ণিত অধিকার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গি তৎপরতা চালানো ছাড়া আর কিছু জানে না।
সন্ত্রাসী সংগঠন হিসেবে ফিলিস্তিনির রাজনৈতিক গোষ্ঠী হামাসকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল একটি বিবৃতিতে, হামাসের উল্লেখযোগ্য সন্ত্রাসী ক্ষমতা রয়েছে। তাদের কাছে রয়েছে বিস্তৃত এবং অত্যাধুনিক অস্ত্র। সেই সঙ্গে সন্ত্রাসী প্রশিক্ষণের সুবিধাও রয়েছে হামাসের। এ জন্য আজকের আমি হামাসকে পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
প্রীতি প্যাটেল জানান, ব্রিটেনে বসবাসরত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাজ্যে হামাসের প্রতি তাদের সমর্থন প্রচার করে, এই দলের পতাকা ওড়ায় কিংবা তাদের সমর্থনে সভা-সমিতির আয়োজন করে, সে ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য করা হবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের পূর্ণ নাম ইসলামিক রেসিসট্যান্স মুভমেন্ট। সংগঠনটির রাজনৈতিক ও সামরিক-দুই শাখাই রয়েছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধান চায় না। এই গোষ্ঠী বিশ্বাস করে, সশস্ত্র সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে ফিলিস্তিনের জনগণের মুক্তি ও স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা।
এত দিন পর্যন্ত যুক্তরাজ্যে হামাসের সামরিক বাহিনী ইজ্জ আল দিন আল কাসাম ব্রিগেড নিষিদ্ধ ছিল। এবার পুরো গোষ্ঠীকেই নিষিদ্ধ ঘোষণা করল দেশটি।
এই সিদ্ধান্ত নিয়ে হামাসের রাজনৈতিক কর্মকর্তা স্বামী আবু জুহরি বলেন, ব্রিটেনের পদক্ষেপ ইসরায়েলি দখলদারির প্রতি সম্পূর্ণ পক্ষপাতিত্ব দেখিয়েছে। এটি ইসরায়েলি ব্ল্যাকমেল ও আদেশের কাছে বশ্যতা।
একটি আলাদা বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, সশস্ত্র প্রতিরোধ উপায়ে দখল প্রতিরোধ করা আন্তর্জাতিক আইন দ্বারা বর্ণিত অধিকার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গি তৎপরতা চালানো ছাড়া আর কিছু জানে না।
আবারও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে ‘অবৈধ পদক্ষেপ’ নেওয়ার অভিযোগে আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগেগাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েল। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার ইসরায়েলি অভিযানে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) কর্মীসংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছেন সংস্থাটির পরিচালক তুলসী গ্যাবার্ড। অফিস পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক ও ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠান খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৫ ঘণ্টা আগে