Ajker Patrika

সন্ত্রাসী সংগঠন হিসেবে হামাসকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

সন্ত্রাসী সংগঠন হিসেবে হামাসকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

সন্ত্রাসী সংগঠন হিসেবে ফিলিস্তিনির রাজনৈতিক গোষ্ঠী হামাসকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল একটি বিবৃতিতে, হামাসের উল্লেখযোগ্য সন্ত্রাসী ক্ষমতা রয়েছে। তাদের কাছে রয়েছে বিস্তৃত এবং অত্যাধুনিক অস্ত্র। সেই সঙ্গে সন্ত্রাসী প্রশিক্ষণের সুবিধাও রয়েছে হামাসের। এ জন্য আজকের আমি হামাসকে পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। 
 
প্রীতি প্যাটেল জানান, ব্রিটেনে বসবাসরত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাজ্যে হামাসের প্রতি তাদের সমর্থন প্রচার করে, এই দলের পতাকা ওড়ায় কিংবা তাদের সমর্থনে সভা-সমিতির আয়োজন করে, সে ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য করা হবে। 

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের পূর্ণ নাম ইসলামিক রেসিসট্যান্স মুভমেন্ট। সংগঠনটির রাজনৈতিক ও সামরিক-দুই শাখাই রয়েছে। 

 ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধান চায় না। এই গোষ্ঠী বিশ্বাস করে, সশস্ত্র সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে ফিলিস্তিনের জনগণের মুক্তি ও স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা। 

এত দিন পর্যন্ত যুক্তরাজ্যে হামাসের সামরিক বাহিনী ইজ্জ আল দিন আল কাসাম ব্রিগেড নিষিদ্ধ ছিল। এবার পুরো গোষ্ঠীকেই নিষিদ্ধ ঘোষণা করল দেশটি। 

 এই সিদ্ধান্ত নিয়ে হামাসের রাজনৈতিক কর্মকর্তা স্বামী আবু জুহরি বলেন, ব্রিটেনের পদক্ষেপ ইসরায়েলি দখলদারির প্রতি সম্পূর্ণ পক্ষপাতিত্ব দেখিয়েছে। এটি ইসরায়েলি ব্ল্যাকমেল ও আদেশের কাছে বশ্যতা। 

 একটি আলাদা বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়, সশস্ত্র প্রতিরোধ উপায়ে দখল প্রতিরোধ করা আন্তর্জাতিক আইন দ্বারা বর্ণিত অধিকার। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তারা জঙ্গি তৎপরতা চালানো ছাড়া আর কিছু জানে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত