Ajker Patrika

শিশু হাসপাতালে হামলার খবর ভুয়া, দাবি রাশিয়ার

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ২১
শিশু হাসপাতালে হামলার খবর ভুয়া, দাবি রাশিয়ার

শিশু হাসপাতালে হামলা করা হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি এক টুইটার পোস্টে এ দাবি করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। টুইটারে দিমিত্রি পলিয়ানস্কি লিখেছেন, ‘এভাবেই ভুয়া খবরের জন্ম হয়।’

দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ভবনটি একটি প্রাক্তন প্রসূতি হাসপাতাল, যা দীর্ঘদিন ধরে ইউক্রেনের সেনাদের দখলে ছিল। রাশিয়া গত ৭ মার্চ সতর্ক করেছিল যে হাসপাতালটিকে একটি সামরিক ঘাঁটিতে পরিণত করা হয়েছে এবং সেখান থেকে ইউক্রেনীয়রা গুলি চালাচ্ছে।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শিশু হাসপাতালে হামলা করা যুদ্ধাপরাধ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে হামলা করেছে রুশ সেনারা। এই হামলাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। 

অন্য এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে অন্তত ৩৭ ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত