Ajker Patrika

ফের ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফের ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।  আজ সোমবার ভারত ও  ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এমনটি জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটভির প্রতিবেদনে বলা হয়,  আগামী ২৫ এপ্রিল ভারতে আসার কথা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রীর।  

ভারত এবং যুক্তরাজ্যের যৌথ বিবৃতিতে বলা হযেছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে যেতে পারবেন না। পরিবর্তে ব্রিটেন এবং ভারতের মধ্যে ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়ে চলতি মাসের শেষের দিকে আলোচনার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি এবং জনসন।

যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিয়মিত যোগাযোগ রেখে চলবেন মোদি এবং জনসন। চলতি বছরের পরের দিকে মুখোমুখি সাক্ষাতের অপেক্ষায় আছেন তাঁরা।

চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের কথা ছিল বরিস জনসনের। তখন যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই সফর বাতিল করেন জনসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত