Ajker Patrika

প্রয়োজনে ইউক্রেনে গুচ্ছবোমা ব্যবহারের হুমকি পুতিনের

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮: ১৭
প্রয়োজনে ইউক্রেনে গুচ্ছবোমা ব্যবহারের হুমকি পুতিনের

প্রয়োজন পড়লে রাশিয়াও ইউক্রেন গুচ্ছবোমা ব্যবহার করবে। রাশিয়ার কাছে গুচ্ছবোমার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহারের অধিকার মস্কো রাখে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার কিয়েভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আসা গুচ্ছবোমার চালান তাদের কাছে পৌঁছেছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ইউক্রেনে ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে গুচ্ছবোমা ব্যবহার করবেন। তবে তাঁরা কোনোভাবেই এসব বোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না।

ইউক্রেনের এমন অবস্থানের বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম মস্কো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রয়োজন হলে রাশিয়াও এমন অস্ত্র ব্যবহার করে জবাব দেবে। তবে পুতিন জানিয়েছেন, তিনি এ ধরনের বোমার ব্যবহারকে অপরাধ বলেই গণ্য করেন।

পুতিন বলেন, ‘আমি জানিয়ে দিতে চাই যে রাশিয়ান ফেডারেশনেও বিভিন্ন ধরনের গুচ্ছবোমার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা এখনো সেগুলো ব্যবহার করিনি। তবে অবশ্যই সে রকম বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তবে আমরা অবশ্যই পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি।’ 

সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি গুচ্ছবোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অতীতে গোলাবারুদের সমস্যা সহ্য করেও রাশিয়ার এখনো সেগুলো ব্যবহার করেনি। 

এদিকে টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিশ্বের অধিকাংশ দেশেই নিষিদ্ধঘোষিত গুচ্ছবোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমানিত করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না।

গতকাল শনিবার ইলন মাস্ক টুইটারের লেখেন, ‘ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে গুচ্ছবোমার মতো অস্ত্র পাঠাচ্ছি। কিন্তু এর অর্থ হলো, সেখানে (ইউক্রেনে) পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে না পারা নিজেদের (যুক্তরাষ্ট্রকে) অপমানিত করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত