Ajker Patrika

খরচ কমাতে নগদ অর্থ ব্যবহারে ঝুঁকেছে ব্রিটিশরা!

খরচ কমাতে নগদ অর্থ ব্যবহারে ঝুঁকেছে ব্রিটিশরা!

মূল্যস্ফীতির কারণে খরচ কমাতে আবারও নগদ অর্থের যুগে ফিরে যাচ্ছেন ব্রিটেনের নাগরিকেরা। দেশটির ডাক বিভাগ পরিচালিত এক নতুন গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে। গত জুলাই মাসে ডাক বিভাগ থেকে অন্তত ৮০১ মিলিয়ন পাউন্ড তুলে নিয়েছেন ব্রিটিশ নাগরিকেরা। যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এমনকি গত বছরের চেয়েও ২০ শতাংশ বেশি। 

এ বিষয়ে ব্রিটেনের স্টলফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিয়া হাওয়ার্ড বলেন, ‘আমি ব্যাংক থেকে পাউন্ড তুলে এনে আমার প্রয়োজনীয় ব্যয়ের তালিকা অনুসারে নির্ধারণ করে রেখেছি। যেমন ধরেন, আপনার যদি মাত্র ৮০ পাউন্ড বরাদ্দ থাকে আপনার ব্যক্তিগত জিনিসপত্র ক্রয়ের জন্য তাহলে আপনি কোনোভাবেই এর বাইরে আর ব্যয় করতে পারবেন না।’ 

ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যাশ অ্যাকশন গ্রুপের নাটালি চেনী বলেন, এই প্রবণতা থেকে এটি স্পষ্ট যে—মূল্যস্ফীতির মুখে মানুষ আক্ষরিক অর্থেই একেবারে পায় পয়সা হিসাব করে খরচ করছে। তিনি বলেন, ‘এমনটা হতে পেরেছে কেবল জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে।’ 

নাটালি আরও চেনী বলেন, ‘মানুষ আক্ষরিক অর্থেই টাকা তুলে নিয়ে নিজেদের কাছে কোথাও গচ্ছিত রাখবে। এবং কোনটা কোন খাতে খরচ করবে তাঁর পায়-পয়সা হিসাব রাখবে।’ ব্রিটেনের বিগত ৪০ বছরের মধ্যে দেশটি সর্বোচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে। মূল্যস্ফীতির ফলে দেশটির দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সংকটেও পড়তে হচ্ছে। 

যুক্তরাজ্যের ডাক বিভাগের ব্যাংকিং খাতের পরিচালক মার্টিন কেয়ার্সলি বলেছেন, ‘আমরা দেখছি প্রতিনিয়তই নগদ অর্থের ওপর আস্থা রাখা মানুষের সংখ্যা বাড়ছে। এর কারণ একটাই, যাতে তাঁরা নিজেদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে আরও বেশি হিসেবি হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত