Ajker Patrika

মারিউপোলের মানবিক পরিস্থিতি ‘ভয়াবহ’: রেডক্রস

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ০৪
মারিউপোলের মানবিক পরিস্থিতি ‘ভয়াবহ’: রেডক্রস

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের মানবিক পরিস্থিতি ক্রমশ ‘ভয়াবহ’ হচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। ইউক্রেনে রেডক্রসের যোগাযোগ সমন্বয়ক মিরেলা হোদেইব কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, এখানকার পরিস্থিতি অত্যন্ত বিপর্যয়কর। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখানে অসংখ্য মানুষ খাদ্য, পানি ও বিদ্যুৎবিহীন আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। 

মিরেলা হোদেইব বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি রয়েছে। সুতরাং সংঘাতের মধ্যে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় আইসিআরসি।’ 

বিবদমান দুই পক্ষ এখন আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন মিরেলা হোদেইব। তিনি বলেন, ‘রেডক্রস চায় বেসামরিক মানুষ নিরাপদে চলাচল করুক। মানবিক শর্তাবলির ওপর ভিত্তি করে আমরা যেকোনো চুক্তির জন্য প্রস্তুত রয়েছি।’ 

এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল প্রায় বিধ্বস্ত। এখানে পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। বেসামরিক মানুষ ভয়াবহ খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের মরদেহ উদ্ধার করাও সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন শহরটির মেয়র ভাদিম বোইচেঙ্কো। 

উল্লেখ্য, আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে সংক্ষেপে আইসিআরসি বলা হয়। এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত দেশগুলোতে মানবাধিকার নিয়ে কাজ করার পূর্ণ অধিকার রাখে রেডক্রস কমিটি। 

গতকাল শনিবার মারিউপোল ও ভলনোভাখার শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মারিউপোলে রুশ বাহিনী হামলা অব্যাহত রেখেছিল বলে অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মারিউপোল সিটি কাউন্সিলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি পালন করছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত