Ajker Patrika

ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহরে বিস্ফোরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৮
ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহরে বিস্ফোরণ

ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত লুগানস্ক শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক তেলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরআইএর প্রতিবেদনে বলা হয়, রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত শহর লুগানস্কের দ্রুজবা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। ইউক্রেন ও রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন পয়েন্টে চলে যাওয়া একটি আন্তর্জাতিক তেলের পাইপলাইন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশ আলোকিত করছে।

রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, প্রথম বিস্ফোরণের এক ঘণ্টা পরই লুগানস্ক শহরে আরেকটি বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে লুগানস্ক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্ট বলেছে যে দ্বিতীয় বিস্ফোরণটি শহরের উপকণ্ঠে একটি পেট্রল স্টেশনে আঘাত হানে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত