ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে অন্তত ৩৭ ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, অন্তত ১০ লাখ ইউক্রেনীয় শিশু ইতিমধ্যে দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। হাসপাতাল, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা এবং স্কুলসহ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা অকল্পনীয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করা উচিত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে হামলা করেছে রুশ সেনারা। এই হামলাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন ক্যাথরিন রাসেল।
মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও রুশ সেনারা হাসপাতালের ওপর বিমান হামলা চালিয়ে রোগীদের ধ্বংসস্তূপের নিচে কবর দিয়ে দিয়েছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘রুশ বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালায় না।’
এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলের ওখতিয়ারকা শহরে রুশ বাহিনী গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর ও দুই নারী রয়েছেন। সুমির প্রশাসনিক প্রধান দমিত্র ঝিভিতস্কি বলেছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই শহরের আবাসিক এলাকায় এবং গ্যাস পাইপলাইনে হামলা শুরু করে রুশ যুদ্ধবিমান। হামলা চলেছে প্রায় রাতভর।
ইউনিসেফ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সেনা অভিযান শুরু করার পর কমপক্ষে ২০ লাখ মানুষ প্রাণভয়ে ইউক্রেন ছেড়ে গেছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে অন্তত ৩৭ ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, অন্তত ১০ লাখ ইউক্রেনীয় শিশু ইতিমধ্যে দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। হাসপাতাল, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা এবং স্কুলসহ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা অকল্পনীয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করা উচিত।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে হামলা করেছে রুশ সেনারা। এই হামলাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন ক্যাথরিন রাসেল।
মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও রুশ সেনারা হাসপাতালের ওপর বিমান হামলা চালিয়ে রোগীদের ধ্বংসস্তূপের নিচে কবর দিয়ে দিয়েছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘রুশ বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালায় না।’
এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলের ওখতিয়ারকা শহরে রুশ বাহিনী গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর ও দুই নারী রয়েছেন। সুমির প্রশাসনিক প্রধান দমিত্র ঝিভিতস্কি বলেছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই শহরের আবাসিক এলাকায় এবং গ্যাস পাইপলাইনে হামলা শুরু করে রুশ যুদ্ধবিমান। হামলা চলেছে প্রায় রাতভর।
ইউনিসেফ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সেনা অভিযান শুরু করার পর কমপক্ষে ২০ লাখ মানুষ প্রাণভয়ে ইউক্রেন ছেড়ে গেছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
নেপালের চলমান রাজনৈতিক সংকট এখন এক নতুন মোড় নিয়েছে। জেন জিদের নেতৃত্বে তিন দিনের ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই গণবিক্ষোভে অন্তত ৩১ জনের প্রাণহানি এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হওয়ার পর নেপালি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
১৩ মিনিট আগেজেন-জি নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নেপালের কমিউনিস্টে পার্টি। গতকাল বুধবার, পার্টির পক্ষে এক বিবৃতি দিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে জনপ্রিয় রক্ষণশীল চিন্তাবিদ ও বক্তা চার্লি কার্কের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো মুহূর্ত বলে অভিহিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগেআবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার চালানো ওই হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, আহত আরও প্রায় ১৩০ জন। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
৩ ঘণ্টা আগে