Ajker Patrika

ইউক্রেনে ৩৭ শিশু নিহত: ইউনিসেফ

আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ২৮
ইউক্রেনে ৩৭ শিশু নিহত: ইউনিসেফ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে গত দুই সপ্তাহে অন্তত ৩৭ ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে অর্ধশত। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, অন্তত ১০ লাখ ইউক্রেনীয় শিশু ইতিমধ্যে দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। হাসপাতাল, পানি ও স্যানিটেশনের ব্যবস্থা এবং স্কুলসহ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা অকল্পনীয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে হামলা করেছে রুশ সেনারা। এই হামলাকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেছেন ক্যাথরিন রাসেল। 

মারিউপোলের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও রুশ সেনারা হাসপাতালের ওপর বিমান হামলা চালিয়ে রোগীদের ধ্বংসস্তূপের নিচে কবর দিয়ে দিয়েছে।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘রুশ বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে গুলি চালায় না।’ 

এদিকে ইউক্রেনের সুমি অঞ্চলের ওখতিয়ারকা শহরে রুশ বাহিনী গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর ও দুই নারী রয়েছেন। সুমির প্রশাসনিক প্রধান দমিত্র ঝিভিতস্কি বলেছেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই শহরের আবাসিক এলাকায় এবং গ্যাস পাইপলাইনে হামলা শুরু করে রুশ যুদ্ধবিমান। হামলা চলেছে প্রায় রাতভর। 

ইউনিসেফ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সেনা অভিযান শুরু করার পর কমপক্ষে ২০ লাখ মানুষ প্রাণভয়ে ইউক্রেন ছেড়ে গেছে। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত