Ajker Patrika

পতাকা হাতে খেরসনের রাস্তায় ইউক্রেনীয়রা

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০: ২১
পতাকা হাতে খেরসনের রাস্তায় ইউক্রেনীয়রা

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন ছেড়ে গেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী, যা রাশিয়ার দখলে ছিল। তাই খেরসন হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা।

এদিকে রুশ বাহিনীর খেরসন ত্যাগের পর পতাকা হাতে রাস্তায় নেমেছে ইউক্রেনীয়রা। তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। ইউক্রেনের সেনা সদস্যদের স্বাগত জানাচ্ছেন। 

শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি সাক বিবিসিকে বলেন, খেরসন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী খেরসনে প্রবেশ করেছে। 

প্রশাসনিক ভবনগুলোতে উড়ছে ইউক্রেনের পতাকা। ছবি: টুইটারবিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী খেরসন ছাড়ার পর প্রশাসনিক ভবনগুলোতে ইউক্রেনের পতাকা উড়তে দেখা গেছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা খেরসন থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুসারে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় বুধবার খেরসন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন। টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে সের্গেই শোইগু জেনারেল সের্গেই সুরোভিকিনের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন। সুরোভিকিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সৈন্য প্রত্যাহার শুরু করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত