Ajker Patrika

ইউক্রেনের প্রধানমন্ত্রী ও অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০: ৫৯
ইউক্রেনের প্রধানমন্ত্রী ও অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, অর্থমন্ত্রী সের্হি মার্চেঙ্কো এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিরিলো শেভচেঙ্কোসহ শীর্ষ অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেবেন। এ সময় তাঁরা ওয়াশিংটন সফরও করবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, সফরকালে ইউক্রেনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা গ্রুপ-৭ সদস্যভুক্ত দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং আগামী বৃহস্পতিবার বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত ইউক্রেনের ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। 

ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বৃহস্পতিবারের বৈঠকটি হতে যাচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক। 

আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক অর্থনীতি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জি-৭ ও জি-২০ সদস্য দেশের অর্থনীতিও প্রাধান্য পাবে। বৈঠকটি শুধুই একটি গোলটেবিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাতাদের সম্মেলনে পরিণত হবে। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়েই অনুদান প্রক্রিয়াকরণের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছে এবং আগামী সপ্তাহে এ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও প্রতিশ্রুতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। 

বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাতের কার্যকারিতা নিয়ে আলোচনার সুযোগ পাবেন। 

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ সপ্তাহে ওয়ারশতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য দেড় শ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত