Ajker Patrika

রাশিয়ার কাছে ১৭৩০ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ 

রাশিয়ার কাছে ১৭৩০ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ 

ইউক্রেনের মারিউপোল শহরের অবরুদ্ধ আজভস্তাল স্টিল কারখানায় থাকা মোট ১ হাজার ৭৩০ ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, চলতি সপ্তাহে ওই ইউক্রেনীয় সৈন্যরা আত্মসমর্পণ করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের আজভ রেজিমেন্টের ৭৭১ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আর গত ১৬ মে থেকে, ৮০ জন আহতসহ মোট ১ হাজার ৭৩০ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেন। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছেএ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, আত্মসমর্পণকারী সৈন্যরা প্ল্যান্ট থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু দৃশ্যত আহত এবং অন্যরা ক্রাচ ব্যবহার করছেন। রুশ সেনারা তাঁদের নিচে চাপা দিয়েছিল এবং বের হওয়ার সময় তাঁদের ব্যাগগুলো পরীক্ষা করছিল। আহত সেনাদের পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। 
 
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। যদিও এখনো এই বিষয়ে কোনো নিশ্চিত জবাব দেয়নি মস্কো। 

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া পোস্টে এই দাবি করেছেন।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

সেজ ভাইয়ের চোখ উপড়ে ফেললেন অপর দুই ভাই, বাবাসহ আসামি ৮

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত