অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। সিএনএন, বিবিসি সহ বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার ‘৩০ দিনের যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অবকাশ’ বলে বিদ্রূপ করেছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন—রাশিয়া এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, যা তাদের স্বার্থ ও উদ্বেগের প্রতিফলন ঘটাবে।’
মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে আজ মস্কোতে পৌঁছেছেন। গতকাল বুধবার ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জানান, ইউক্রেন সমর্থন জানালেও মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
আজ বৃহস্পতিবার উশাকভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাস্তব ও স্থায়ী পদক্ষেপ চাই। এমন কিছু নয়, যা শুধু শান্তির ছদ্মবেশ ধারণ করে।’
গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের প্রস্তাবিত মাসব্যাপী যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে এবং ওয়াশিংটন এই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’
রুবিও আশাবাদ ব্যক্ত করেন, ক্রেমলিন ‘সদিচ্ছা’ দেখিয়ে এই প্রস্তাবে সম্মতি জানাবে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। সিএনএন, বিবিসি সহ বিদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্রেমলিনের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার ‘৩০ দিনের যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ‘ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অবকাশ’ বলে বিদ্রূপ করেছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন—রাশিয়া এমন একটি দীর্ঘমেয়াদি সমাধান চায়, যা তাদের স্বার্থ ও উদ্বেগের প্রতিফলন ঘটাবে।’
মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আলোচনা করতে আজ মস্কোতে পৌঁছেছেন। গতকাল বুধবার ইউরি উশাকভ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে জানান, ইউক্রেন সমর্থন জানালেও মার্কিন এই যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর চাহিদা পূরণে যথেষ্ট নয়।
আজ বৃহস্পতিবার উশাকভ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাস্তব ও স্থায়ী পদক্ষেপ চাই। এমন কিছু নয়, যা শুধু শান্তির ছদ্মবেশ ধারণ করে।’
গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের প্রস্তাবিত মাসব্যাপী যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানিয়েছে এবং ওয়াশিংটন এই প্রস্তাব বিভিন্ন মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বল এখন রাশিয়ার কোর্টে।’
রুবিও আশাবাদ ব্যক্ত করেন, ক্রেমলিন ‘সদিচ্ছা’ দেখিয়ে এই প্রস্তাবে সম্মতি জানাবে।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে পুতিনকে যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।
ভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
১৩ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগে